ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে শুরু হোক ক্যারিয়ার

ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে আমরা কম বেশী সবায় জানি।আপনি সহজে অন্ন কাজের পাশা পাশী এটি করতে পারেন ।বাংলাদেশ এ দিন দিন বেকার সংখ্যা বেড়ে চলছে , সেই তুলনায় কাজের পরিমাণ কম। একজন ছাত্র তার অধ্যয়ন কালে এর সাথে যুক্ত থেকে নিজেকে একজন ফ্রীলাঞ্চের হিসাবে গড়ে তুলতে পারে।একজন ফ্রীলাঞ্চের হিসাবে গড়ে তুলতে তার সঠিক নির্দেশনার দরকার তার জন্য তাকে কোন কোর্সে ভর্তি হতে হবে। কোর্সে ভর্তি না হয়ে আপনি কাজ শিকতে পারেন, তার জন্য আপনাকে Google, Youtube , Forum, Article এর সাহায্য শিকতে পারেন।

ফ্রিল্যান্সিং বিষয়টি কি?
অনলাইনের এ যুগে বেকার শব্দটি বদ্দ বেশি বেমানান। কারণ অনলাইন সারা বিশ্বকে নিয়ে এসেছে আপনার ঘরের কোণে। এখন ঘরে বসেই সম্ভব হচ্ছে বিদেশে থাকা নিজের কাছের মানুষের সাথে ভিডিও কথোপকথন, যা আজ থেকে মাত্র ৩ বছর আগেও মানুষের কাছে অসম্ভব এবং অবিশ্বাস্য মনে হচ্ছিল। এখন বিষয়টি গ্রামের স্বল্প শিক্ষিত মানুষদের কাছেও অতিপরিচিত। যোগাযোগ ব্যবস্থার একটি বিশাল আবিস্কার হচ্ছে ইন্টারনেট। এ ইন্টারনেট সারা বিশ্বকে ছোট করে নিয়ে আসার পরই চলে এসেছে বিশাল বড় পরিবর্তন। সারা বিশ্বে ছোট ছোট কোম্পানীগুলোর পাশাপাশি বড় বড় কোম্পানীগুলোও ভাবা শুরু করেছে, তাদের কাজের জন্য সকল স্টাফকে অফিসে নিয়ে এনে বসানোর দরকার নেই। খরচ কমানোর পরিকল্পনাতে তারা সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের জন্য লোক নেওয়া শুরু করল, যারা অফিসে না এসে অন্য দেশে বসে ঘরে বসেই সব কাজ করা সম্ভব। অনলাইন বিষয়টিকে এতই সহজ করে দিল, যেটার জন্য এখন আর প্রয়োজন হচ্ছেনা নিজের দেশ ত্যাগ করে, নিজের পরিচিত পরিবেশ, বন্ধু-আত্নীয়স্বজনকে ত্যাগ করে দূরে চলে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। ঘরে বসেই মানুষ এখন বড় বড় কোম্পানীতে চাকুরী করছে। দিনে দিনে এ সংখ্যা আরো বাড়ছে, সামনে আরও বাড়বে। কারন অনলাইনে কাজ করতে গিয়ে এখনও যা যা বাধা আছে, সেগুলোও ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। অনলাইনে বসে এরকম কাজ করে যারা নিজেদের ক্যারিয়ারকে গড়ে তুলেছেন, তাদেরকেই ফ্রিল্যান্সার বলে। আর এ ধরনের কাজকেই ফ্রিল্যান্সিং বলে।
উপরের কথা থেকে বুঝেছি, ফ্রিল্যান্সিংটা আসলে কি? যদি সত্যিভাবেই উপরের অংশ থেকে বিষয়টি পরিস্কার হয়ে থাকে তাহলে হয়ত মানুষের মধ্যে চলে আসা ফ্রিল্যান্সিং নিয়ে ভুল ধারণাটি দূর হবে।

ফ্রিল্যান্সিং বিষয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণা:
- কোথাও কোনভাবে আয় করতে পারছেনা, তাহলে শেষ গন্তব্য ফ্রিল্যান্সিং।
- ফ্রিল্যান্সিং মানেই আপওয়ার্ক, ইল্যান্স ইত্যাদি জায়গাতে কাজ করা।
- ফ্রিল্যান্সিং করার জন্য খুব বেশি যোগ্যতার দরকার নাই।
- ফ্রিল্যান্সিং করার জন্য অসাধারণ গুণের অধিকারী হতে হয়।
- ফ্রিল্যান্সিং চাকুরি কিংবা পড়ালেখার পাশাপাশি পার্টটাইম চাকুরি হতে পারে, ফুলটাইম না।
- চাকুরিতে সবসময় টাকা আসার নিশ্চয়তা থাকলেও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বিষয়টা অনিশ্চিত।
- বিদেশীদের মত ইংরেজি না জানলে ফ্রিল্যান্সার হওয়া যাবেনা।
- পড়ালেখা না জেনেও ফ্রিল্যান্সিং করা যাবে।
- ফ্রিল্যান্সিং শুরু করার জন্য ৭দিন কিংবা ১মাসের প্রস্তুতি যথেষ্ট।
- ফ্রিল্যান্সিং শুরু করার জন্য নিজের নামে পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে।
- ফ্রিল্যান্সিং শিখতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে।
- সায়েন্সের স্টুডেন্ট না হলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করা যায়না।
ফ্রিল্যান্সিংকে আরো বেশি জনপ্রিয় করতে হলে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। পরের পর্বগুলোতে আলোচনা করবো বিষয়টি নিয়ে।
সাধারণত ইন্টারনেট থেকে আয়ের অনেক পথ আছে, আবার প্রতারণার ফাদও আছে। তাই সাবধানতার সঙ্গে বুঝেশুনে আপনাকে পথ চলতে হবে। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পথ চললে সফল হতে পারবেন। এখন চাকুরি না পেলে বিদেশ যাওয়ার প্রয়োজন হয়না। ঘরে বসেই মাসে ১৫হাজার হতে লাখ টাকার বেশিও আয় করা সম্ভব ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আমরা ধারাবাহিকভাবে অনলাইন আয়ের বিভিন্ন উপায় নিয়ে এ আর্টিকেলটি লিখতে থাকব। তবে এক ক্লিকে এক ক্লিকে এক কোটি ডলার বা সাইনআপ করেই ৫০হাজার ডলার নিয়ে নিন, এমন কিছু এখানে পাবেননা।১ম পর্বেই বলে নিচ্ছি, যারা রাতারাতি বড়লোক হতে চান, তারা মূল্যবান সময় নষ্ট করবেননা এ ধারাবাহিক লেখাটি পড়ে। মনে রাখবেন, PTC, Add Click, এর মাধ্যমে অর্থ উপার্জন ক্ষণস্থায়ী এবং অনেক সময় এটি প্রতারণার একটা অভিনব পদ্ধতি।


ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে নিচের যোগ্যতাগুলো খুব জরুরী:
- টাকাকে নয় কাজকে ভালবাসতে হবে।
- ফ্রিল্যান্সিংকে শুধু পার্টটাইম হিসেবে না ফুলটাইম ক্যারিয়ার ভাবা শুরু করতে হবে।
- কমিউনিকেশন দক্ষতা ফ্রিল্যান্সিংয়ের সফলতা অনেক বাড়িয়ে দেয়।
- ইংরেজিতে যত ভাল হবেন, তত বেশি সফল হবেন।
- যত বেশি কিছুতে যত বেশি দক্ষ হবেন, সফল হতে পারবেন তত বেশি।
- সবসময় নিজের আরো বেশি দক্ষতা বৃদ্ধির জন্য নেশা থাকতে হবে।
- যে যত বেশি গুগলের উপর নির্ভরশীল, তার সফলতার সম্ভাবনা তত বেশি।
- ইন্টারনেটের উপর জীবনকে নির্ভরশীল করতে পারলে ফ্রিল্যান্সিং সফল হবেন।
- প্রচন্ড ইচ্ছাশক্তি ছাড়া কিছুতেই সফল হওয়া যায়না।
- ধৈয্য শক্তি এ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেনে রাখা দরকার, কোন ধরনের যোগ্যতা ছাড়া, কোন কষ্ট ছাড়া আয়গুলোর পরিমান হলেও অনেক কম হবে এবং বেশিদিন স্থায়ী হবেনা। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে দক্ষলোকদের মূল্য অনেক বেশি হয়। দক্ষলোকদের জন্য অনলাইন হতে মাসে ১-২লাখ টাকা আয় করা খুবই স্বাভাবিক ঘটনা। সেক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড কিংবা আপনার বয়স কোন ধরনের বাধা হয়ে দাড়াবেনা। এদেশে নারী কিংবা প্রতিবন্ধী যাদের জন্য ঘরের বাইরে গিয়ে কাজ করা কষ্টসাধ্য, তারাও ফ্রিল্যান্সিং শিখে পুরুষের পাশাপাশি পরিবারের অর্থনীতিতে অনেক বড় ভুমিকা রাখতে পারে।
ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে কোন সেক্টরে কাজ করবেন?
এ বিষয়টি নিয়ে নতুনদের মনে প্রচুর প্রশ্ন থাকে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনলাইনে আয় করতে আগ্রহী। কিন্তু কোন পথে হাটবেন, সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। এ উত্তরটি আসলে নিজেকেই খুজে বের করতে হবে। তবে যেহেতু ফ্রিল্যান্সিং বিষয়গুলো নিয়ে ধারণা কম, সেজন্য এখানে প্রধান বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। ধারাবাহিকটির পরের পর্বগুলোতে প্রতিটা বিষয় নিয়ে বিস্তারিত নিয়ে আসব। প্রতিটা পর্ব পড়ার চেষ্টা করুন।
অনলাইনে মূলত সবচাইতে বেশি কাজ পাওয়ার সুযোগ রয়েছে যে যে সেক্টরগুলোতে সেগুলো হলো:
গ্রাফিক ডিজাইন, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েবডিজাইন, ইমেইল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট, ভিডিও অ্যাডিটিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি।
গ্রাফিক ডিজাইন:
 যে কোন কোম্পানীর লোগো, ব্রুশিয়ার থেকে শুরু করে অন্যান্য প্রিন্টিং জাতীয় সকল প্রোডাক্ট গ্রাফিক ডিজাইনাররা তৈরি করেন। আবার যে কোন ওয়েবডিজাইনের শুরুতে কিংবা ভিডিও অ্যাডিটিংয়ের কাজে কিংবা অ্যানিমিশন প্রজেক্টের ক্ষেত্রেও গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন। এমনকি এসইও প্রজেক্টের গ্রাফিক ডিজাইনারদের সাহায্য প্রয়োজন হয়। এটুকু তথ্যই গ্রাফিক ডিজাইনারদের চাহিদা কেমন বুঝার জন্য যথেষ্ট।
এসইও:
বর্তমানে মানুষজন তাদের বেশির ভাগ প্রয়োজনীয় বিষয়গুলো খুজে বের করার জন্য গুগলে সার্চ দেয়। গুগলের উপর নির্ভরশীলতা মানুষের দৈনন্দিন কাজকে আরও বেশি সহজ করে দিচ্ছে। যদি কোন কোম্পানী তার সার্ভিস কিংবা প্রোডাক্টকে সম্ভাব্য ভোক্তার সার্চের সময় চোখের সামনে নিয়ে আসতে পারে, তাহলে সেই সার্ভিসটি বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর এ কাজটিকেই বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে এসইও। বর্তমানে অনলাইনে মানুষের নির্ভরশীলতা বেড়ে যাওয়ার কারনে সকল কোম্পানী তাদের সার্ভিসকে প্রচারের জন্য অনলাইনকেই সবচাইতে বেশি ব্যবহার করছে। আর সেজন্য যেকোন প্রতিষ্ঠানের ব্যবসায়িকভাবে উন্নতির জন্য এসইও এক্সপার্টদের উপর নির্ভর করতে হচ্ছে। এসইও এক্সাপার্টদের কাজের ক্ষেত্রগুলো সেজন্য অনেক বেশি।
অ্যাফিলিয়েট মার্কেটিং:
 কোন প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তাদের মার্কেটিং করে দিলে এবং সেক্ষেত্রে প্রতিটা প্রোডাক্ট কিংবা সার্ভিসের বিক্রির টাকা হতে একটা অংশ পেলে এ বিষয়টাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। আন্তর্জাতিক বহু বড় বড় প্রতিষ্ঠান তাদের ব্যবসাকে আরো বেশি বড় করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম চালু রেখেছে। বাংলাদেশে অ্যামাজন অ্যাফিলিয়েট, ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট অনেক বেশি জনপ্রিয়।
ওয়েব ডেভেলপমেন্ট:
আধুনিকযুগে প্রতিটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। এছাড়া অনলাইনেই তৈরি হচ্ছে নিউজ পোর্টাল, টিভি, কমিউনিটি সাইট, ব্লগসহ আরো বিভিন্ন ধরনের সাইট। এক হিসেব অনুযায়ি সারাবিশ্বে প্রতি মিনিটে ৫৬২টি করে নতুন ওয়েবসাইট চালু হচ্ছে। এ তথ্যটি ওয়েব ডেভেলপমেন্টের কাজের সম্ভাবনা বুঝতে সহজ করে দিবে আশা করছি।
মার্কেটপ্লেসগুলোতে ওয়েবডিজাইন সম্পর্কিত কাজগুলোর প্রতি ঘন্টার রেট গ্রাফিকস কিংবা এসইও সম্পর্কিত কাজের তুলনায় বেশি হয়ে থাকে।
ইমেইল মার্কেটিং:
 অনলাইনে মার্কেটিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ইমেইল মার্কেটিং। মার্কেট প্লেসে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সফলতার জন্য, কিংবা নিজের বা অন্যের কোন ব্যবসার প্রমোশনের কাজের জন্য এটি শিখতে পারেন। কিংবা গ্রাফিক, ওয়েব ডিজাইনের কাজ যোগাড় করার জন্য ইমেইল মার্কেটিংয়ের জ্ঞানটি অনেক বেশি উপকারে আসবে।
অ্যাপস ডেভেলপমেন্ট:
যারা প্রোগ্রামিংয়ে মোটামুটি ধারণা আছে, তাদের জন্য আমার সবসময়ের পরামর্শ থাকে অ্যাপস ডেভেলপমেন্ট শিখে নিন। স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাচ্ছে মানে অ্যাপস ডেভেলপারদের চাহিদাও বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে এ সেক্টরটির অনেক চাহিদা থাকবে। মার্কেটপ্লেসগুলোতে এ ধরনের কাজের প্রতিযোগীতা কম থাকে এবং কাজের প্রতি ঘন্টা রেটও অনেক বেশি হয়।
ভিডিও অ্যাডিটিং:
যারা ভিডিও তৈরি কিংবা অ্যাডিটিং সম্পর্কিত কাজ জানেন, তারাও অনলাইনে ক্যারিয়ার গড়ার দিকে এখন নজর দিতে পারে। কারণ এসইও, অ্যাডসেন্স ইনকাম কিংবা অ্যাফিলিয়েশনের আয়ের জন্য বর্তমানে ভিডিও অ্যাডিটিংয়ের কাজ জানা থাকলে অনেক ভাল হয়্। আর বর্তমানে একটা অংশ গুগলে কোন কিছু সার্চ না দিয়ে ইউটিউবেই সার্চ বেশি দেয়। ইউটিউবে সার্চ বৃদ্ধি পাচ্ছে মানে ভিডিও অ্যাডিটিংয়ের জ্ঞান এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আর্টিকেল রাইটিং:
ইংরেজি জ্ঞান ভাল থাকলে এবং লেখালেখির অভ্যাস থাকলে শুধুমাত্র আর্টিকেল রাইটার হিসেবেই অনলাইনে অনেক ব্যস্ত ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। মার্কেটপ্লেসগুলো আর্টিকেল রাইটিং, রিরাইটিং সম্পর্কিত কাজগুলো অনেক বেশি থাকে। তাছাড়া এ অভ্যাসকে কাজে লাগিয়ে ব্লগিং করার মাধ্যমেও আয় করা যায়।
উপরে মূলত প্রধান কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আরো অনেক কিছু শিখেও অনলাইনে ভাল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।
এ কাজগুলো জোগাড় করার জন্য বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে। তাছাড়া সোশ্যালমিডিয়াকে ব্যবহার করে, ব্লগিং করে কিংবা ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক বায়ার খুজে বের করা যায়।



Tips on How to become a more Creative Graphic Designer?

Designing is already a creative art, so if you are a designer, then you already are a creative soul. Now the thing is that sometimes due to time crunch, creativity takes a backseat and inspired designs become the easy way out to satiate the taste buds of customers. Graphic designing is a field where you will find the perfect combination of technology and creativity. So, some of them get stuck in learning the technology deeply. But, if you really want to become one of the best creative graphic designers, then you will have to undergo formal training for that, education is very much important. Without proper knowledge, you won’t be able to enhance your creativity.
 
Tips on How to become a more Creative Graphic Designer?
 What exactly the graphic designer do?
The graphic designer is responsible for coming up with ideas and design for brochures, advertisement as well as marketing materials. They are not the face of the advertisements, instead they work behind the closed doors, in front of their computers and they also have access to the drafting tools. You will find that some graphic designers work on their own as it is a business for them, but then there are few others who work in big firms as part of a team dedicated for graphic designing. Here is a list of work that is generally associated with graphic designing and they are book designing, logos, web designing, typography, advertising, packaging, etc. The main objective of a graphic designer is to convey a message to its customer, so while designing something they must keep this in mind.

 Skills required for becoming a graphic designer:
Analytical skills and creativity are the two things that are required in any graphic designer. There are many designers, who feel more comfortable in chalking out the rough sketch on paper, so that they can give an idea about their thought process and once the client finalizes it, they start the final sketch on the computer. This is a common practice amongst many graphic designers. Another important thing in the life of a graphic designer is time management. They have to take care of many tasks at a go, therefore, if they are not good with their time, then they are bound to miss the deadline. Communication is another skill, which helps the graphic designers in their work because they have to communicate with the client about what the client is expecting and whether they are on the right path or not. The work of the graphic designer is to make sure that the creative graphic designing they are creating conveys the emotions and answers all the questions visually. In short, the visual display that they will generate must make an impact on the mind of the customers. The best quality that a graphic designer can possess is the quality of a visual thinker who can effectively and creatively put up all his thoughts on the canvas.

How to become a creative graphic designer?

If you want to be a creative graphic designer, then you will have to acquire the skills for that too, and that can only be achieved when you have proper knowledge about the matter. The techniques in graphic designing is ever changing and in order to keep up with that pace, you will have to continue your knowledge quest.

1. Collect every piece that inspires: No matter where you are, you have to keep your eyes open for inspiration and if there is something which inspires you, then collect it and keep it with you in a file. Make a collection of different things and stack them up in the folder or a box, so that you can access them anytime you want. If, in case, you are running out of ideas, then refer to all these collections of yours and you will see how wonderful and creative ideas you can get out of it. The Internet is one place where you can explore as much as you want and you can save all your inspiration in one place on your system.

2. Blogs are a great source:
 Now everybody writes a blog and that is definitely a good thing because when you have a graphic designer write a blog about his life and his creativity, then it makes for a very good read, you can get inspirations from there too. A lot can be learnt from their blogs because they have the experience, which can be useful for you.

3. Click photographs: Click some nice pics and save it for later references. Photographs are a good way of exercising the right light, color and composition. If you can get it right, then it will be a huge boost for your creativity. But while using any photograph as your inspiration, remember to respect the copyright issue.
4. Create free sample: When you are trying to enhance your creative skills, then the most important thing that you need is to collate data and work with them to recreate some brands or letterheads, logo, mock website or even business cards. Keep all these designs handy, when you are trying to impress some client, then your creative catalogue will help you gain their confidence. They will know that your action match up to your words.
5. Communicate with other designers: There are events where all the great minds come together, if you can attend one such event, then it will be a great way of enhancing your skill. You can look for people who are highly experienced and talented too.
6. Explore the reality:

 

 As a graphic designer you can get inspired by the movie Avatar, but coming out with such a spectacular thing as a graphic designer is a far off dream. It is not due to the reason that the graphic designers are not creative enough, but actually the problem is, as a graphic designer you won’t be allowed so much budget and the technology that can create such a specter. If you want the audience to look at your creativity too, then you have to pick up a piece of reality and make them wonder, that it was so close yet nobody looked at it the way you have done. This will help you prove your potential as a creative graphic designer.
7. Let the words explain its own meaning: Some graphic designers get into the trap of explaining the words that they get from the client. If you want to explore your creativity, then let the word illustrate itself. You will sometimes see that the film logo describes the genre of the film, so if it is comedy film, then the name of the film will be written in a way, which will give out the comic feeling. So, as a creative graphic designer, if you get a word, then explore the feeling of that and portray it in that way.
8. More can be fun: There is a phrase which says that ‘Less is More’, but you can explore your creativity by incorporating more and more thing in one logo without cluttering it out. It is not easy to work out multiple ideas in one logo and come up with something interesting because in most cases, you will find that it ends up looking like a Christmas Tree.
9. Make the look interesting: The biggest challenge is to make the interesting statement look equally interesting too. It can only be accomplished by a graphic designer who is creative enough to come up with ideas that will match up with the statement.
10. Tutorials come in handy: If you are new or you are exploring new avenues that are not your strong foothold, then tutorials are the best way to learn some new tricks. Work with them to get used to the new methods and continue doing so unless until you are a pro at that. Improvize your skills and the tutorials will help you do that with ease.
11. Redesign other people’s work: If you come across some design which is highly creative, then you can redesign it and see for yourself whether you can outshine the design or not. If you can, then you will be able to figure out where the designer went wrong and it will definitely help you improve your skills.

12. Get a degree:

Actually this is the first thing to do, in case you do not possess any formal degree of graphic designing because this will help you understand the subject better. Not only that, you will also get to know about the technologies that are put to use in order to come up with some amazing creative designs.
13. Travelling is another resource: Creativity is enhanced when you travel a lot because, when you move from one country to the other or even moving from one place to another, it will make you witness the cultural changes that are part of the society. Moreover, we all know that cultural changes are a great inspiration, so when you are in a field of high creativity, then travelling will surely help you explore the nuance of each culture and at the end you will gather so much experience that it will have enough fodder to come up with some brilliant creativity.
14. Practices makes a man perfect: Never give up on sketching, you will be able to come up with creative things when you practice a lot on your designs and master the art. When you are confident about what you do, then you will be able to experiment more and more and in a way creativity has a lot to do with experimenting. You have to tread the path that you have never been and see the outcomes. You have to sketch a lot as that will only help you to come up with some concrete ideas.
15. The problem is the solution: Problem and designing goes hand to hand, but the main issue with this is that most problems will be boring. You have to don the creative cap and make it an interesting one for your audience. Its your creativity that will make even the boring thing look interesting. Most of the times you will find the clients coming up with some vague ideas and not just that they want that you come up with some spectacular thing within a budget that is too small, then it is a challenge for you to accept it and come up with some amazing idea, which will impress the client as well. You can take some ideas from others as well.

Enhance Your Graphic Design Skills – Graphic Design Training

 Graphic designers nowadays require but not just creative knowledge, but as well some expertise in other video design-related areas along the lines of computer visual design. Through 80′s, the coming of computer help publishing together with of model software which include Adobe Illustrator along with Macromedia Fireworks, put the capability and versatility of this computer for graphic designers’ hands.


Designers for to begin with were easily in the position to manipulate shots and develop 3D images together with the computer. Computers at this moment reckoned to be a fundamental tool while in the graphic structure industry; though quite a few traditional graphic artists may still plan to use regular and standard tools regarding creative tries.
With advanced graphic style and design concepts and also methodologies normally changing, graphic artists need so that you can continually loan their comprehension of different video design strategies, innovations not to mention graphic design software products. At show, the primary instructions during graphic constructing cannot guarantee on a competitive solution anymore without the effective use of high engineering, so that demand for highly trained graphic makers is more than ever.
To turn into a computer graphical designer, some form of requirements can include good artistic abilities, superior computers talents, and fantastic communication capabilities. Computer graphical design helps graphic artists complete your tasks a lot quicker and less complicated. They are able to effortlessly turn ideas towards visual vision, save it again onto its computers together with edit the application whenever alterations are essential.
TV not to mention film providers – of the many other employment, this is certainly where an graphic developer is best suited as it will require a broad application within the designer’s talent and skill, especially if creating animation motion pictures. Your personal computer graphic model training could open fresh doors suitable for you into your global of higher opportunities. Your laptop or computer design practical knowledge, combined utilizing your dedication plus commitment, will obviously help you actually reach the goal.



By Graphic Media (https://www.facebook.com/graphic.media.online)

Creating Shadows for Text in Photoshop

 

This is going to be a detailed tutorial on how to create shadows under text in Adobe Photoshop, this tutorial will guild you step by step in order to create shadows for your text for such work that might include doing some sort of title for a presentation to either do at home or for commercial use.
 
Step 1
 Firstly begin by clicking on the text tool icon and to just simply type anything out and onto a layer in Adobe Photoshop to have something to work for the tutorial. Make sure to have a background layer already in place in order to even the text tool and you can change the font and the size of the text in the top tool bar in Adobe Photoshop. Also if you cannot see the text when you type then try changing your background color because if your background is white and your text is also white then you will not see the text without changing the text or the background to a darker color.

Step 2

The next thing to do would be to duplicate the same layer by right clicking on the original text and clicking on duplicate layer. The duplicate text will be behind the original text, so make sure to use the move tool in order to drag the text out. Nothing else should be selected but the text copy at this step.

Step 3

Then go to Edit/Transform/Flip Vertically in Adobe Photoshop to flip the text upside down. This would help create the mirror effect for the text. The move tool will help you to move the text into position under the original text.

Step 4

When the text copy layer is selected then right click, then go down to warp text and click on it for a window to appear, you will then want to click the drop down menu and what I personally selected would have been the Arc Upper, make sure that the "horizontal" is selected, Bend: +14, Horizontal Distortion: +4 and vertical distortion set to -19  then you can change the text to how you may want to have the text.
 

Step 5

After that to adjust the size of the text, then you will need to click on the text layer and then hold Ctrl+T this will activate the free transform tool to adjust the text to how you may like it. The free transform tool can only adjust the size and shape of the text that is selected.

Step 6

Then the next thing would be to use the free transform tool to adjust the text copy layer in order to get it set up in the right position, which would involve making the image larger so that the text lines up directly under the original text. The text copy image has now begun to look more like the shadow of the original image.


Step 7

To apply a gradient overlay by clicking the add layer style button to the text copy to give it a fading out effect to the copy text or have a blend of two different colors. Then set the blend mode to normal, opacity 100%, the style linear and the gradient a shared proportion of both black and white on the text. After that you will need to use the gradient tool to drag the mouse cursor across the screen in order to create the blend of the two colors on the text.

Step 8

The next would be to adjust the text copy layer opacity to somewhere around 40% and it should be complete. Feel free to go ahead and try this method for yourself. The opacity is located to the right of the window in Adobe Photoshop and the text will begin to fade the lower the opacity, 100% opacity being solid and 0% then the text will simply disappear, 40% opacity will be the lowest I will go for the shadow of the text, but feel free to experiment with the different opacity settings to get some unique shadows for the text.

By Graphic Media (https://www.facebook.com/graphic.media.online)

The Elements of Graphic Design

Traditional graphic resources is extremely abundant. The elements of graphic design are used, and often combined, to create graphic works. Often, the small, delightful details make a piece shine, similar to the way unique buttons on a white shirt can give it an entirely new look.
We should not be confused with principles of design, such as balance and white space, but rather components such as color, type and images. Presented here is a list of the most commonly used elements in graphic design.
Firstly, in graphic design, the goal is to not to just place some text on a page, but rather to understand and use it effectively for communication. And from ancient pictographs to modern logos, shapes are at the root of design.
Secondly, lines are used to divide space, direct the eye, and create forms. Often, lines will be implied, meaning other elements of design will follow the path of line, such as type on a curve.
What’s more, color is an interesting element of graphic design because it can be applied to any other element, changing it dramatically. The five elements of traditional color is the color most representative of the national system. Green, red, yellow, white, black, and the five different colors each with symbolic meaning. Signs using red color, giving a visually powerful concept and it is this strong ethnic color to communicate with people a force, stable, open business philosophy. Graphic designers should combine their experience with color with an understanding of color theory.
Photographs, illustrations and artwork are used to tell stories, support ideas, and grab the audience’s attention, so the selection is important. Graphic designers can create this work on their own, commission an artist or photographer, or purchase it at all price levels on many websites.
Texture, the last but not the least, can refer to the actual surface of a design or to the visual appearance of a design.

লোগো ডিজাইন প্রতিযোগিতার কিছু বিবেচ্য বিষয়

অনেক ফ্রিল্যান্সার প্রোজেক্টে বিড করার পরিবর্তে প্রতিযোগিতায় অংশ নিতে বেশি পছন্দ করেন। ফ্রিল্যান্সিং জব সাইটগুলিও এধরনের বিষয়ে বেশি আগ্রহ দেখায়।
প্রতিযোগিতায় অংশ নেয়ার সুবিধে অনেক। বিড করে কাজ না পাওয়া পর্যন্ত নিজের যোগ্যতা দেখানোর সুযোগ থাকে না। প্রতিযোগিতায় সরাসরি ভাল কাজ করে নিজেকে তুলে ধরা যায়। এছাড়া প্রতিযোগিতার পুরস্কারের অর্থমুল্য সাধারনত বিড করা কাজের থেকে বেশি থাকে।
 

 


 
 
প্রতিযোগিতার অনেকগুলি ধরন থাকে। এদের প্রত্যেকেরই সুবিধা-অসুবিধা দুই রয়েছে। একেকটি এককজনের জন্য মানানসই। এগুলি বিবেচনা করে নিজের জন্য মানানসই প্রতিযোগিতায় অংশ নিয়ে ভাল ফল পেতে পারেন।

ওপেন বনাম হিডেন কন্টেষ্ট
ওপেন প্রতিযোগিতায় অন্য প্রতিযোগিরা যে ডিজাইন জমা দিয়েছেন সেগুলি দেখা যায়।  ক্লায়েন্ট কোন লোগো পছন্দ করছেন সেটা জানা যায় তার দেয়া রেটিং থেকে। ফলে একদিকে যেমন লোগো ষ্টাইল সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যায় অন্যদিকে ক্লায়েন্টের পছন্দ-অপছন্দ জেনে তারসাথে মানানসই ডিজাইন করা যায়। এছাড়া কেউ যদি এতটাই ভাল ডিজাইন জমা দেন যারসাথে প্রতিযোগিতা করা সম্ভব না তাহলে সেই প্রতিযোগিতার বদলে অন্য প্রতিযোগিতার দিকে মনোযোগ দেয়া যায়।
অন্যদিকে হিডেন বা সিলড কন্টেষ্টে অন্য প্রতিযোগিদের জমা দেয়া ডিজাইন দেখা যায় না। কোন কোন সাইটে অন্যদের রেটিং জানা যায়, কোন কোন সাইটে সেটাও জানা যায় না (যেমন ফ্রিল্যান্সার)।
হিডেন কন্টেষ্টের সুবিধে হচ্ছে আপনার ভাল একটি আইডিয়া আরেকজন অনুকরন করে আপনার চেয়ে ভাল ডিজাইন তৈরী করতে পারে না। যারা ক্রিয়েটিভ কিছু তৈরীতে পারদর্শী তাদের জন্য এগুলি বেশি উপযোগি।
কোন ডিজাইনার ষ্টক ইমেজ ব্যবহার করলে বা অন্য ডিজাইন নকল করলে সাধারনত অন্য ডিজাইনাররা সেটা ধরে ফেলেন। হিডেন কন্টেষ্টে সেই সুযোগ থাকে না। ফলে অনেকে একে ষ্টআর্ট ব্যবহারের সুযোগ হিসেবে ব্যবহার করেন। মনে রাখা ভাল ষ্টক আর্ট ব্যবহার করলে কোন এক সময় ধরা পড়তেই হবে।
বিবেচনা করতে পারেন এভাবে, যদি নিজস্ব ভাল আইডিয়া অনুযায়ী সুন্দর ডিজাইন করতে পারেন তাহলে হিডেন কন্টেষ্টে অংশ নিন, যদি আইডিয়া খুজে না পান তাহলে ওপেন কন্টেষ্টে অন্যদের ডিজাইন দেখে ধারনা নিন।
গ্যারান্টিড বনাম নন গ্যারান্টিড কন্টেষ্ট
গ্যারান্টিড কন্টেষ্ট অর্থ ডিজাইনাররা যে ডিজাইনগুলি জমা দেবেন ক্লায়েন্ট তারমধ্যে একটি ডিজাইন নিতে বাধ্য থাকবেন। অন্য কথায়, কিছু টাকা আগেই জমা রাখতে হয়। যদি নিতান্তই কোন ডিজাইন পছন্দ না হয় এবং তিনি ডিজাইন না নেন তাহলে সেই টাকা সেরা ডিজাইনারদের ভাগ করে দেয়া হয়।
গ্যারান্টিড ডিজাইন কন্টেষ্ট তুলনামুলক নিরাপদ। বলে রাখা ভাল অনেক গ্যারান্টিড কন্টেষ্ট থেকেও ডিজাইন না নেয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে নন-গ্যারান্টিড কন্টেষ্ট ক্লায়েন্ট নাও নিতে পারেন। জব ফ্রিল্যান্সিং সাইটগুলি বিনা টাকায় প্রতিযোগিতা আহ্বান করার সুযোগ দেয়। ফলে এমন ঘটনাও ঘটে যেখানে ক্লায়েন্ট বিনা খরচে প্রতিযোগিতা আহ্বান করেন, সেখানে জমা দেয়া ডিজাইন থেকে আইডিয়া সংগ্রহ করেন, এরপর ডিজাইন না নিয়ে সরে যান। এটা এক ধরনের প্রতারনা যা প্রায়ই ঘটে।
কিছূ সত ক্লায়েন্ট ইচ্ছে করেই গ্যারান্টিড কন্টেষ্ট চালূ করেন না। তাদের যুক্তি, এজন্য যে টাকা জব সাইটকে দিতে হয় সেই টাকা পুরস্কার হিসেবে ডিজাইনারকে দেবেন। তিনি পুরস্কারের টাকা কমাতে চান না।
সাধারনভাবে বিবেচনা করতে পারেন এভাবে, মুলত গ্যারান্টিড কন্টেষ্টে অংশ নেবেন, নন-গ্যারান্টিড কন্টেষ্টে অংশ নেয়ার সময় ক্লায়েন্টের প্রোফাইল দেখে নেবেন।
কম টাকা বনাম বেশি টাকার প্রতিযোগিতা
প্রতিটি সাইটে প্রতিযোগিতার পুরস্কারের সর্বনিম্ন একটি নির্দিষ্ট করা থাকে। কোথাও ৩০ ডলার কোথাও ৩০০ ডলার। অনেক ক্লায়েন্ট এরথেকে অনেক বেশি পুরস্কার ঘোষনা করেন। স্বাভাবিকভাবেই ডিজাইনারদের আগ্রহ থাকে বেশি পরিমান পুরস্কারের দিকে।
বিষয়টি এভাবে দেখতে পারেন, ক্লায়েন্ট অসাধারন কিছু চান বলেই বেশি টাকা দিতে চেয়েছেন। আপনার কাজকে যদি অসাধারন মনে করেন তবেই এতে অংশ নিন। সমস্যার দিক হচ্ছে এতে অন্য যারা অংশ নেবেন তাদের অনেকেই বহু বছর ধরে কাজ করছেন, তাদেরকে পেছনে ফেলে পুরস্কার জিততে হবে।
অন্যদিকে অল্প টাকার পুরস্কারের অংশ নেয়া প্রতিযোগি কম। সেকারনে পুরস্কার জেতা তুলনামুলক সহজ মনে হতে পারে।

গ্রাফিক্স ডিজাইন মার্কেট প্লেস বিষয়ক কিছু কথা

একজন চিত্রশিল্পী। শুরুতে তাকে দেখা যায় খবরের কাগজ হাতে। সেটা যে উল্টোদিকে ধরা সেটাও লক্ষ্য করেননি। শির্পীরা মনভোলা হন এটাই স্বাভাবিক। আসলে তিনি একটি ছবি আকা নিয়ে চিন্তিত।







এক প্রদর্শনীর জন্য তিনি ছবি আকছেন। তার নিজেরই খুব পছন্দ হল আকার পর। সেটা প্যাকেট করে পাঠিয়ে ঘরে ফিরলেন। কয়েকদিনের অগোছালো ঘর পরিস্কার করতে গিয়ে তার চক্ষুস্থির। তার ছবিটা পরে রয়েছে চেয়ারের নিয়ে। ভুল করে অন্যকিছু পোষ্ট করে এসেছেন।
বিক্ষিপ্ত মন নিয়ে তিনি পরবর্তী কয়েকদিন কাটালেন। একদিন প্রদর্শনীতে গেলেন তেমন আগ্রহ ছাড়াই। পুরো প্রদর্শনী ঘরে দেখলেন। সবশেষে এসে দাড়ালেন একেবারে শুরুতে পুরস্কার পাওয়া যে ছবি রয়েছে তার সামনে। তিনি বুঝলেন না সেটা কিসের ছবি। একসময় দৃষ্টি গেল শিল্পীর নামের দিকে, তার নিজের নাম লেখা।

তিনি কিছুতেই মনে করতে পারলেন না কখন এই ছবি একেছেন। এরপর হঠাত করে চিনলেন ছবিটাকে। যে কাগজে তিনি রং পরীক্ষা করতেন এটা সেই কাগজ। ছবির বদলে ভুলে এটাকেই তিনি পাঠিয়েছেন।
এটা গল্প। বাস্তবে এমন ঘটনা খুব কম নেই। সবচেয়ে বড় উদাহরন নিশ্চয়ই সালভাদর দালি। ব্যঙ্গচিত্র এবং বিমুর্তচিত্র দুবিষয়েই তিনি বিশ্বখ্যাত। তিনি একেছেন একথা শুনলেই বহু দামে ছবি বিক্রি হয়। তার বিমুর্ত ছবি আকার বর্ননা দিয়েছেন একজন গৃহকর্মী।
ক্যানভাস ঠিক করলেন। বন্দুকে বিভিন্নরকম রং ভরলেন। কয়েক পা দুরে দাড়ালেন। গুলি ছুড়লেন। দুম। হয়ে গেল ছবি।
ধারনা করতে পারেন এই ছবির টাকা গুনে তিনি যতটা খুশি হয়েছেন তারচেয়ে বেশি মজা পেয়েছেন যখন তার ছবির নানারকম ব্যাখ্যা দেয়া হয়েছে।
আপনি যখন গ্রাফিক ডিজাইনার তখন খুবই সম্ভাবনা এধরনের পরিস্থিতির সামনে পরার। একটা উদাহরন দেখা যাক। ষ্টিভ জবস সম্পর্কে প্রচলিত গল্প, তিনি পুরনো কিছু যন্ত্রপাতি কিনে পরিত্যক্ত এক গ্যারেজে ল্যাবরেটরী চালূ করেছিলেন। সেখানে বসে একদিন কোম্পানীর চিন্তা করেন। কি নাম দেবেন ভাবতে গিয়ে হাতের আধখাওয়া আপেলের নামটাই পছন্দ হল।
বর্তমানের হিসেব আলাদা। কেউ লোগো ডিজাইন করতে বলার সময় সরাসরি বলে বসেন এপলের মত লোগো চাই। একজন বিশ্লেষক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন, প্রযুক্তির প্রতিক হিসেবে আপেলের সাথে কোনকিছুর তুলনাই হয় না। এই আপেলের কারনে আদম-ইভ স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন। এই আপেলের কারনে নিউটন মাধ্যাকর্ষন সুত্র আবিস্কার করেছেন।
আমি নিশ্চিত, কোন প্রযুক্তি কোম্পানীর লোগো ডিজাইনের সময় যদি ফলের ছবি ব্যবহার করেন তিনি ধমকে উঠবেন, প্রযুক্তির সাথে ফলের সম্পর্ক কি ?
ফেসবুকের মত লোগো আকলে বললেন, আমার ৬ মাসের ছেলে এরচেয়ে ভালো পারে।
আপনি যখন লোগো ডিজাইনার তখন এই বিষয়গুলিকে এড়িয়ে যেতে পারেন না। আপনাকে যখন ক্রমাগত বলা হচ্ছে এপলের মত লোগো চাই, ফেসবুকের মত লোগো চাই, নাইকের মত লোগো চাই, তখন আপনি বিভ্রান্ত হবেন এটাই স্বাভাবিক।
এক ব্যক্তি নাকি ষ্টুডিওতে গিয়ে বলেছিলেন, এমনভাবে ছবি উঠান যেন নায়করাজ রাজ্জাক মনে হয়। তিনি তারহাতে রাজ্জাকের ছবি দিয়ে বলেছিলেন, নিচে নিজের নাম লিখে নিন।
একাজ করলে আপনি নিজে মজা পেতে পারেন, টাকা পাবেন না।
সমাধান খুজতে পারেন এভাবে। তিনি কি বলেছেন সেকথা ভুলে যান। নিজেই ভাবুন কিভাবে ভাল লোগো ডিজাইন করা যেতে পারে। কি ভেবে সেটা একেছেন তাকে জানান। এতে যদি কাজ না হয় ডিজাইন রেখে দিন। অন্যকেউ পছন্দ করবেন। শিবরামের সেই গল্পের কথা মনে করতে পারেন। তেল কিনেছেন চুল ওঠা বন্ধ করার জন্য। সকালে ঘুম থেকে উঠে দেখলেন মাথার সমস্ত চুল পরচুলার মত খসে গেছে।
কি আর করবেন। একজন বাতব্যথার রোগির কাছে বাকি তেলটা বিক্রি করে দিলেন।

স্কাইপিতে বন্ধুর সাথে কথা বলুন, আপনি বলবেন বাংলায়, কিন্তু সে শুনবে ইংলিশ কিংবা তার ভাষায় (ভিডিও সহ)

কেমন হবে যদি আপনার কথা অনুবাদ করে দেয় স্কাইপি। এই সুবিধাটা আপনিও পেতে পারেন। কারণ সম্প্রতি স্কাইপিতে রিয়াল টাইম ট্রান্সলেশন সুবিধা যুক্ত করল মাইক্রোসফট করপোরেশন। এ সুবিধাটি যুক্ত হবার ফলে ব্যবহারকারীদের আর বিদেশি ভাষার বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়তে হবে না। এ প্রান্তের বন্ধু নিজ ভাষায় যা বলবে স্কাইপি ট্রান্সলেটর তা অপর প্রান্তের বন্ধুর ভাষায় অনুবাদ করে দেবে।
বর্তমানে কেবল উইন্ডোজে স্কাইপি ব্যবহারকারীরা এই সুবিধাটি পাবেন  ২০১৪ সালে এই যুগান্তকারী ফিচারটি বেটা হিসাবে প্রথম প্রকাশ করা হয়, আর সম্প্রতি সাধারন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হল।
নতুন এই প্রযুক্তিটির সফলতার বিষয়ে বেশ আশাবাদী মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদাল বলেন, ’ভাষাগত দূরত্ব বিদেশি বন্ধুদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক বড় বাধা। স্কাইপি ট্রান্সলেটর এ সমস্যা দূর করবে।’
এক যুগেরও বেশি সময় ধরে স্কাইপি মানুষকে যোগাযোগ সুবিধা দিয়ে আসছে। বর্তমানে সারা বিশ্বে স্কাইপি ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি।
স্কাইপি ট্রান্সলেটর ফলে যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত যে সমস্যা আজও রয়ে গেছে তা অনেকটাই কেটে যাবে, এমনটাই মত প্রযুক্তি বিশেষজ্ঞদের।
নীচের ভিডিও টিউটোরিয়ালে দেখে নিন কিভাবে ব্যবহার করবেন স্কাইপির এই নতুন ফিচারটি

ফেসবুক মেসেঞ্জারে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল

বাংলাদেশের জন্য ফেসবুক মেসেঞ্জারে অবশেষে বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুবিধা উন্মুক্ত করলো ফেসবুক কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে মেসেঞ্জার অ্যাপে এই ফিচারটি যুক্ত থাকলেও তা বাংলাদেশের জন্য ডিজেবল ছিল।
নির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্য দেশগুলোতে এ সুবিধা ছিল না। বর্তমানে বাংলাদেশের ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের প্রায় সব দেশেই ভিডিও কল করার সুবিধা খুলে দিয়েছে ফেসবুক। প্রায় সব দেশে ভিডিও কলিং সুবিধা যুক্ত করার বিষয়টিকে বড় ধরনের নেটওয়ার্ক বিস্তৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শুরুতে মাত্র ১৮টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা এ ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছিলো। বর্তমানে ৬০ কোটি মানুষ ফেসবুকের মেসেঞ্জার সেবাটি ব্যবহার করছেন।