আপনার নাম্বার কিংবা যেকোনো নাম্বার থেকে বিনামূল্যে কথা বলুন সারা পৃথিবী....!!!!

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন আপনারা । আপনাদের কাছে পরিচিত করতে নিয়ে এলাম নতুন আরেকটা এপস ।

LIBON - লিবন । এই এপস দিয়ে সারা পৃথিবীর যেকোনো প্রান্তে সরাসরি ফ্রিতে কথা বলতে পারবেন প্রতিদিন ১-২ ঘণ্টা । যাকে কল করবেন তার ফোনে এই এপস না থাকলেও কল যাবে। চলুন দেখা যাক কিভাবে এটা ব্যবহার করবেন- প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন লিবন এপস

- ইন্সটল করুন । এরপর আপনার নাম ও মুঠোফোনের নাম্বার বসিয়ে continue দিন।

-ফিরতি মেসেজে একটা কোড দিবে। সেটা জায়গামতো বসিয়ে দিলে একটিভ হয়ে যাবে আপনার এপস।

- যাকে ফোন করবেন তার সাধারণ সেট হলেও সমস্যা নেই।

- প্রতিদিন ১ ঘণ্টা কিংবা তার বেশি সময় কথা বলা যাবে ।
Online Desk

MICROWIND AND DSCH 3.1 SHARED FILES:

Here you can find microwind and dsch 3.1 shared files we have found in our database. Just click file title and download link will popup.


Microwind and DSCH VLSI Design Software Full version Free Downloads

Here we have uploaded the FULL version of the VLSI Design softwares - Microwind and DSCH for the Electronics and Communication Engineering students and guyz interested in Learning VLSI design.Vlsi design software are the first requirement for a electronics and communication engineers in designing a circuit related to P-N layer Region.The Vlsi Design software has been available here as FREE Download for ECE Students.

All Circuits in VLSI can implemented and simulated in DSCH software and later the verilog file of the that corresponding circuit can be analysed in Microwind software.



ল্যাবরেটরি উদ্বোধন বাংলাদেশ ইউনিভার্সিটি


দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদেরকে যুগোপযোগী ও প্রযুক্তিগত আধুনিক শিক্ষা প্রদানের লক্ষ্যে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২০ জুলাই) ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে উদ্ধোধন করা হয়েছে অত্যাধুনিক টেকনোলজি ল্যাব এবং বিজনেস ক্লাস ও করিডোরের।
সন্ধ্যায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে বিজনেস ক্লাস ও করিডোরের উদ্ধোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান এবং আধুনিক টেকনোলজি ল্যাবের উদ্বোধন করেন বিওটি সদস্য ইঞ্জি: মশিহ উর রহমান।


এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার, বিওটি সদস্য কাজী মোজাহার আলী, জনাব টিপি বিশ্বাস, স্থপতি ইকবাল হাবিব, শাহনীলা আজহার, কাজী শিহাব আজহার, ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ কামরুল হাসান এবং বাংলাদেশ ইউনিভার্সিটির উপদেষ্টা প্রফেসর ড. এম. তামিম ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান।

এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি মান সম্পন্ন শিক্ষায় বিশ্বাসী। যে শিক্ষার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে সক্ষম হয়। সে উদ্দেশ্যই বাংলাদেশ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও অধ্যবসায়ের কোন বিকল্প নেই। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার জন্য নেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে তা কাজে লাগানোর জন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
Web Desk

হতে চান গ্রাফিক্স ডিজাইনে সফল?

 

যারা গাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন। কিন্তু কোথায় শিখবেন, বুঝে পাচ্ছেন না, তাদের জন্য আমাদের আজকের পর্ব।

গাফিক্স ডিজাইন কোথায় শিখবেন এবং কোথায় কাজ করবেন?
শেখা যায় মোটামুটি ২ ভাবেই
১। অনলাইন
২। অফলাইন

প্রথমে আসি অফলাইন এর কথাতে-
এখন ঢাকা শহর সহ দেশের আনাচে-কানাচে আনেক IT TRAINING CENTRE তৈরি হয়েছে। সেখান থেকে ট্রেনিং নিতে পারেন। অনেকে আবার personally graphics সহ freelancing শিখিয়ে থাকেন। এ সকল ক্ষেত্রে আপনি ৩,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকায় শিখতে পারেন।

এখন একটু অন্য প্রসঙ্গে আসি-
ধরুন আপনি masters অথবা graduation ডিগ্রীধারী। হিসেব করে দেখুন, জীবনের কতখানি সময় ব্যয় করেছেন, টাকা-পয়সার হিসেব করুন। পরিশ্রম তো আছেই।এর পর অধিকাংশ ক্ষেত্রেই দিনের পর দিন আনেক তদবির করে, জুতোর সুকতলা ক্ষয় করে একটা চাকুরী পেলেন। শুরু হবে কত দিয়ে? হয়তো ৮০০০/-১০,০০০ টাকায়।
সেই আপনি, ৩০০০/ টাকায় freelancing course করতে চাইবেন আর মাসে মাসে লাখ লাখ টাকা আয় করার সপ্ন দেখবেন। ট্রেনিং পেয়েও যাবেন । কারন ব্যাঙের ছাতার মতো TRAINING CENTRE গজিয়েছে সবখানে। এরপর মানসন্মত ট্রেনিং না পেয়ে, কাজ করতে না পেরে, freelancing এর শাপ-শাপান্ত করতে থাকলেন ।
তাই বলছি। যাচাই-বাছাই করে course এ ভর্তি হয়ে যান। বাজেট একটু বেশি রাখুন। মনে রাখবেন, ট্রেনিং টা আপনার কেবল শুরু, পথ দেখাবে। বাকিটা আপনার ধৈর্য, পরিশ্রম, আর ইচ্ছাশক্তি।
এখন আসি অনলাইন প্রসঙ্গে-
আমি মনে করি,এখনকার সময়ে সব থেকে বড় learning opportunity আছে google.com এ। Graphic Design Tutorial লিখে জাস্ট সার্চ দিয়ে দেখুন। কত শত শত Tutorial আপনার জন্য আপেক্ষা করছে। বেছে নেবার দায়িত্ব আপনার।
এছাড়া অনেক অনেক international মানের institute আছে, যারা অনলাইন এর মাধ্যমে ট্রেনিং দিচ্ছে সাথে সারটিফিকেট ও। যেটা marketplace গুলোতে কাজের জন্য খুব দরকার। আজকে এরকম কিছু সাইটের url-link নিচে দেওয়া হল। আশা করি আপনাদের উপকারে আসবে।
 

তবে, প্রথমে কোন TRAINING CENTRE এর হেল্প নিলে complete guideline পেতে সুবিধা। অনেক প্রতিষ্ঠান আছে, যারা সত্যি আন্তরিক ভাবে শেখায়। এছাড়া সরকারি ভাবে বেশ কিছু scholarship ছাড়া হয়, বিভিন্ন প্রতিষ্ঠান এর মধ্যমে।ভর্তি প্রক্রিয়া তুলনামুলুক সাহজ। খোঁজ-খবর রেখে চেষ্টা করে দেখতে পারেন।
আর যাদের ধৈর্য একটু বেশি, তারা উপরোক্ত সাইট গুলো থেকে শেখা শুরু করেন।
সহজ সুন্দর ও সফল হোক আপনাদের freelancing এ পথচলা।

কীভাবে ফেসবুকে লাইভ হবেন?

ফেসবুকের কল্যাণে এবার টেলিভিশনের দিন ফুরিয়ে আসছে কিনা সেটা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সৌজন্যে ফেসবুকের অসাধারণ একটি ফিচার ‘গো লাইভ’। তারকারা এখন ইচ্ছে করলেই একটি এন্ড্রয়েড ফোনের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছেন। কিন্তু আপনি যদি মহাতারকা না ও হন তবু আপনার বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিওতে যোগাযোগ রাখতে পারবেন। কিন্তু কীভাবে?

এজন্য আপনাকে একটি ফেসবুক পেইজের সাহায্য নিতে হবে। মানে আপনাকে কোন পেইজের এডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতে হবে। এরপর সেই পেইজে প্রবেশ করুন। ‘পোস্ট’ অপশনটিতে যান। দেখবেন ক্যামেরা, স্মাইলি, লোকেশন বাটনগুলোর পাশে আরেকটি বাটন আছে। এটাই ‘লাইভ’ বাটন। এই বাটনে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস আসবে।
ক্যামেরা অন হয়ে যাবে। কানেকশন সম্পন্ন হলে আপনার লাইভ ভিডিওর জন্য কোন ক্যপশন দিন। প্রয়োজন মনে করলে প্রাইভেসী ট্যাবে ক্লিক করে ভিউয়ার্স ঠিক করুন। এরপর ‘গো লাইভ’ বাটনে ক্লিক করে লাইভ হয়ে যান।
- Online Desk.