আপনার লেপটপ বা ডেক্সটপের স্কিনে ব্যবহার করার মত কিছু HD Wallpapers (Full HD)

 সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু  করছি । এটা আমার প্রথম পোষ্ট ,গত ২ বছর যাবত প্রযুক্তি বিষয়ক সাইট গুলোতে নিয়মিত ভিজিট করছি কিছু জানা বা শেখার জন্য কিন্তু কোনদিন কোন পোষ্ট করার সাহস হয়ে ওঠেনি ,আজ করে ফেললাম ।আশাকরি সম্মানিত মডারেটর পোষ্টি ডিলেট করে দিবেন না।

  আর বেশি কথা না বাড়িয়ে মূল কথায় যাই , আমরা আমাদের লেপটপ বা ডেক্সটপের স্কিনে কমবেশি সবাই Backbground Picture ব্যবহার করি , কারণ ভাল মানের Background Picture স্কিনে একটি বারতি সুন্দর্য্য যোগ করে দেয়। তাই আজ আমি আমার প্রথম পোষ্টে আপনাদের জন্য কিছু HD Wallpapers এর লিংক নিয়ে হাজির হয়েছি আশাকরি  আপনাদের সকলেরই Wallpaper গুলো ভাল লাগবে ।









 untitled
HD Wallpapers এর লিংক গুলো
সকলের সুস্থতা  কামনা করে আজ এখানেই শেষ করছি  । আশা করি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পোষ্টি ভাল লাগলে বা কজে লাগলে কমেন্ট করবেন।

ফেসবুক এর নতুন কিছু নিয়ম ও করনীয়


“আসসালামু আলাইকুম”

flogo

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আজ আপনাদের সাথে আমাদের সবার অনেক প্রিয় সামাজিক যোগাযোগ সাইত ফেসবুক নিএ কিছু কথা বলব আশা করি সবাই শুনবেন ও মানার চেস্তা করবেন এতে আমার মনে হয় আপনার লাভই বেশি আমার চেয়ে, তো চলুন আমাদের আজকের পস্তের দিকে ফেরা যাক। সম্প্রতি ফেসবুকের সকল প্রাইভেসি সেটিংস আবারো আপডেট করা হয়েছে। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আপডেটেড প্রাইভেসিতে যোগ করা হয়েছে বেশকিছু নতুন অপশন। ফেসবুক জানিয়েছে, ব্যক্তিগত তথ্যাদির উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতেই মূলত নতুন অপশনগুলো যোগ করা হয়। তবে প্রাইভেসি সেটিংস আপগ্রেড করার পর থেকেই প্রযুক্তি বিশেষজ্ঞদের সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে ফেসবুক।আসলে যে নিয়ম করা হয়েছে সেগুলু আমাদের ভালোর জন্নই মূলত করা হয় কিন্তু তা আমাদের বিপরীত কাজ হয় চলুন একনজরে ফেসবুকের নতুন নিরাপত্তা পদ্ধতির গুরুত্বপূর্ণ পাঁচটি দিক জেনে নেয়া যাক।
*সার্চ সেটিংস
নতুন সেটিংসে আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ের অন্তর্ভূক্ত হয়ে যেতে পারে। অনেকেই বলছেন, বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ে অন্তর্ভূক্ত না হওয়ার অপশন চালু রাখার পরও নতুন প্রাইভেসি সেটিংসের সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইলও জনসম্মুখে প্রকাশ হয়ে যাচ্ছে; যা ব্যক্তিগত গোপনীয়তার নীতি বিরুদ্ধ।
তবে আপনি চাইলে সার্চ সেটিংস এর পরিবর্তন করতে পারেন। প্রাইভেসি সেটিংস অপশন থেকে ‘অ্যালাউ ইনডেক্সিং’ চেকবক্স থেকে টিক চিহ্ন উঠিয়ে দিলেই আপনার প্রোফাইল বাইরের কেউ খুঁজে পাবে না।
**প্রাইভেসি সেটিংসে পাসওয়ার্ড বলয়
ফেসবুক জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংসের আওতায় আপনি প্রাইভেসি সংক্রান্ত যে কোনো কিছু আপডেট করার সময় প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ, আপনি লগইন থাকাকালীন অন্য কেউ যাতে আপনার প্রাইভেসি সেটিংস বদলে দিতে না পারেন, সে জন্যই নিরাপত্তার এই বাড়তি স্তর। এতে করে পুনরায় পাসওয়ার্ড ব্যবহার না করে প্রাইভেসি সেটিংসে কোনো পরিবর্তন আনা যাবে না।
তবে অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র প্রতিবেদক জানিয়েছেন, তিনি বারবার পাসওয়ার্ড দেয়া ছাড়াই প্রাইভেসি সেটিংসে পরিবর্তন করতে পেরেছেন। তিনি আরো জানান, প্রাইভেসি সেটিংসে বিভিন্ন বিষয় কোনোরকম নিরাপত্তা বলয় ছাড়াই তিনি পরিবর্তন করতে পেরেছিলেন। অর্থাৎ, তার বেলায় এভাবে বারবার পাসওয়ার্ড চাওয়া হয়নি।
পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, প্রাইভেসি আপডেটের প্রায় আধা ঘণ্টা পর পাসওয়ার্ডের এই বাড়তি বলয়টি কার্যকরী হয়। আগে ঘোষণা দিয়ে পরে সুবিধা সক্রিয় করার তীব্র সমালোচনা করেন তিনি।
***পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন
ফেসবুকের পরিবর্তিত প্রাইভেসি সেটিংসে রয়েছে পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন, সংক্ষেপে পিএআই। এর অধীনে আপনার প্রোফাইলের ছবি, আপনি যেসব পেজের ফ্যান সেসব পেজের তালিকা, জেন্ডার, ধর্ম, নেটওয়ার্ক ইত্যাদি তথ্যাদি সবার প্রতি উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ, চাইলেই যে কেউ আপনার সম্পর্কে এসব তথ্য সার্চ ফলাফল পাতা থেকে জানতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সার্চ পাতায় নিজের প্রোফাইল উন্মুক্ত রাখছেন। প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, এইসব তথ্য মুছে ফেলার কোনো উপায় নেই বললেই চলে। সার্চ পাতায় নিজেকে দৃশ্যমান রাখতে হলে উপরোক্ত তথ্যগুলোও প্রকাশ করতে হবে; যা ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে খানিকটা অস্বস্তিকরই বটে।
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এমন কোনো সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের ফ্যান হয়ে থাকেন যার সম্পর্কে আপনার ফেসবুক বন্ধু বা অন্য কাউকে জানাতে চান না, তাহলে নতুন এই পদ্ধতির আওতায় তা সম্ভব নয়। কেননা, সার্চ ফলাফলে আপনি নিজেকে দৃশ্যমান রাখতে গেলে স্বয়ংক্রিয়ভাবেই এসব তথ্য সবার সামনে চলে আসবে, যা ফেসবুকের নতুন এই প্রাইভেসি আপডেট সমালোচিত হওয়ার অন্যতম মূল কারণ।
**** বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা
পিএআই ফেসবুক প্রাইভেসির একটি বিতর্কিত দিক হলেও ফেসবুকে আপনার অন্যান্য কর্মকান্ডের উপর আপনি পাচ্ছেন পূর্ণ নিয়ন্ত্রণ। এমনকি আপনি যখন প্রতিবার স্ট্যাটাস আপডেট করেন, তখনই ঠিক করে দিতে পারবেন কে কে এই পোস্ট বা স্ট্যাটাস দেখতে পারবেন এবং কে কে এই পোস্ট দেখতে পারবেন না। একইভাবে আপলোড করা ছবির বেলাতেও আপনি প্রাইভেসি লেভেল নির্দিষ্ট করে দিতে পারবেন।
ফেসবুকের নতুন এই প্রাইভেসি সেটিংস একইসঙ্গে প্রশংসা এবং সমালোচনা দুইই কুড়াচ্ছে। কিছু কিছু আপডেট সত্যিকার অর্থেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর। অন্যদিকে কিছু ব্যাপার আবার মোটেই সন্তোষজনক নয়।
ফেসবুক প্রাইভেসি আপডেটে ব্যবহারকারীদের তথ্য সবার প্রতি উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে আহ্বান করা হয় বলে দাবি করেছেন একাধিক প্রযুক্তিবিদ। তাদের মতে, গুগলের রিয়েল-টাইম সার্চ রেজাল্টের মাধ্যমে বাড়তি হিট পাওয়ার আশায়ই ফেসবুক ব্যবহারকারীদের প্রাইভেসি আপডেট করতে বলছে, যদিও সোজা-সাপ্টা ভাষায় ফেসবুক তেমন কিছু বলেনি। অন্যদিকে অনেক প্রযুক্তিবিদদের ধারণা, ফেসবুক নকল করতে চাচ্ছে টুইটারের আইডিয়া, যা সম্ভব নয় বলেই মনে করেন তারা।
images (16)





জানি না আজকের এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে।
ভাল বা খারাপ যাই হোক আজকের এই পোষ্ট সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ
==================================================================
সবাই ভাল থাকুন,আর পিসি হেল্পলাইন বিডির সাথেই থাকুন………………
==================================================================
আপনার কাছে যদি সামান্য সময় থাকে তবে একবার ঘুরে আসতে পারেন।
আপনাকে জানার ও জানানোর জন্য আমরা জন্য আমরা আছি সদা আপনার অপেক্ষায়।ঘুরে আসুন আশা করি ভাল লাগবে….।

যারা আমাদের আগের পেইজে লাইক দিয়েছিলেন তারা ওই পেইজ আনলাইক দিয়ে আমাদের নিউ পেইজে জয়েন করুন।

facebook-content-banner

ফটোশফে একজনের মাথা কেঠে অন্য আরেকজনের মাথা কি ভাবে বসাবেন ।



আচ্ছালামু আলাইকুম,
ফটোশফে কি করা যায় আর কি করা যায়না, এটা যারা ফটোশফ ব্যাবহার করেন নাই বা নাম শুনেছেন যে কোন একটা ফটো বা ইমেজ নিয়ে একটু সন্দেহ হলে তখন সরাসরি বলা হয় এটা ফটোশফে এডিট করা। আর এই মন্তব্যের কারন হল হয়ত তিনি যে ফটো টি দেখেছেন সেটি সঠিক ভাবে এডিট করা হয়নি, বা কোথায়ও এডিট কারি ভুল রেখে গেছেন। তবে হ্যাঁ আপনি যদি নিপুন ভাবে এডিট করতে পারেন বাস্তব ভাবে তাহলে সেই  প্রদশনকারী ফটো বুজতে অনেক কস্ট হবে বা অনেক ক্ষেত্রে বুজবেওনা। যেমন আজকাল আমরা অহরহ অনেক বাজে ফটো দেখি আমাদের দেশিয় মডেলদের বা বিদেশিনিদের, তার মাজে আমি এতটুকু হলফ করে বলতে পারি শতকরা ৮০/৮৫ ভাগ এই ফটোশফ দিয়ে এডিট করে ছেড়ে দেওয়া হয়। তার কারন হল সেই সাইট বা গ্রুপটির ভিজিটর বাড়ানো বা, অন্য কোন কারন ও হতে পারে। একেক জনের একেক খেয়াল। মাফ করবেন আমার এই মন্তব্যের জন্য
এবার চলুন কাজে নেমে পড়ি কি ভাবে একজনের দেহ থেকে মাথা কেঠে আলাদা করে দক্ষ ভাবে আরেকটি মাথা বসাবেন?
********************************************************************************************
আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য উদাহরণ স্বরূপ ২টি ফটো নিচ্ছি একটি হল আমাদের দেশীয় স্টার শাবনুর এবং আরেকজন পপি, আমি তাদেরকে ব্যঙ্গাত্বক বা অন্য কোন উদ্দেশ্যে নিয়ে এটা করছি না জাস্ট আপনাদের কে দেখানোর জন্যই তাদের ২জনের ফটো নিলাম।
উপরে শাবনুর এবং পপির ইমেজ দেখতে পাচ্ছেন, আমি পপির এই মাথাটা কেঠে নিয়ে শাবনুর এর মাথার উপর সেট করবো,এবং শাবনুর কে পপির মতই দেখা যাবে [ তার মানে পপি শাড়ী পড়ে বসে থাকবে।
*এই কাজগুলি করতে হলে আপনাকে অবশ্যই ফটোশফের টুল গুলি চিনতে এবং জানতে হবে বা আংশিক জ্ঞান থাকতে হবে। অন্যথায় পারবেন কিনা আমি জানিনা*
(সবকিছু যদি বুজে থাকেন তাহলে এবার রেডি হয়ে জান, এই কাজটা করার জন্য)
প্রথমে ফটোশফ খুলুন এবার বামদিকে উপরে File>Open আপনার কাংখীত ইমেজটা সিলেক্ট করে ওপেন করুন। আপনি চাইলে এখানে একই সাথে ২টি ইমেজ ই খুলে নিতে পারেন তাতে কোন সমস্যা নেই।এবং যে ইমেজটার মাথা কাঠবেন সেটিকে প্রথমে রাখলে ভাল হয়।
এখানে দেখুন আমি ২টি টুল দেখালাম জাহা ফটোশফে কাজের জন্য ১০০তে ৮০বার ব্যাবহার করা হয়, একটি হল পেনটুল আর অন্যটি স্ট্যম্প টুল।
আপনি পেনটুল টি সিলেক্ট করুন ফটো এর উপরে ক্লিক করে।এবং পেনটুল সক্রিয় হল তার কাজের জন্য। ফটো বা ইমেজ টি যদি সাইজে ছোট বা বড় হয়ে থাকে সেটিকে জুম দিয়ে ছোট বা বড় করে নিন। জুমের জন্য প্রেস করুন Ctrl+আর জুম কমানোর জন্য Ctrl - এতে জুম বাড়বে এবং কমবে।
পেনটুল টি সিলেক্ট করে এবার জুম দিয়ে আস্তে আস্তে আপনি যে অংশ টুকু কাঠতে চান সেটুকু কেঠে নিন,দেখুন নিছে
আমি ফটো টা কেঠেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনি যেদিক দিয়ে শুরু করবেন ঠিক সেখানে এসে আবার শেষ করবেন। ছবি কাঠার সময়ে জুম দিয়ে কাঠাই ভাল কারন ফিনিশিং হয় এতে ভাল। কাঠা শেষ হয়ে গেলে মাউস রাইট ক্লিক করে  Make SelecTion প্রেস করুন এবং ok দিন। এবার আবার উপরে যান এবং Edit> থেকে Copy করে নিন। ফিরে আসুন আপনি যে ইমেজ বা ছবিটিতে মাথাটি বসাতে চান সেটিতে, সেটাতে এসে  আবার Edit> থেকে Paste করুন।
এখন আপনার কাট করা মাথাটি এখানে বড় আকারে এসেছে তাই ছবিটাকে সঠিক ভাবে সঠিক স্থানে বসাতে হবে, কিন্তু ছবিটি নড়ছেনা, বা আপনার কাংখীত জায়গাতে যাচ্ছেনা।তাই তাকে নাড়াতে হলে আবার Edit> থেকে FreeTransfrom সিলেক্ট করুন। এবং দেখুন এবার ছবিটি আপনি যে দিকে নিতে চান সেদিকেই যাচ্ছে। এবং সাইজ ঠিক করার জন্য ফ্রেম ও দেখা যাচ্ছে, এবার ফ্রেমের উপরে গিয়ে মাউস চেপে ধরে সাইজ ঠিক করে নিন। এবং ছবির আরো এডিট অপশিন পাবেন মাউস রাইট ক্লিক করলে যেমন, Scale>Rotare>Skew>Distrot>Perspective>Warp… ইত্যাদি, একেক টি অপশনের একেকটি কাজ। নিজে একটু ট্রাই করলে এই অপশনগুলির কাজ বুজবেন, আর লিখলাম না।
এবার দেখুন আমি ফটো টাকে কেঠে নিলাম এবং সঠিক স্থানে বসিয়ে ও দিলাম কিন্তু মাথার চুলের রং গুলি মিলছেনা তাই সেটাকে ও মেলাতে হবে।
এবার সিলেক্ট করুন আবার উপরে দেখানো স্ট্যাম্প টুলকে। যদি জুমদের দরকার মনে করেন তাহলে জুম করে নেন, বা জুম দিয়েই করা ভাল।
এবার আপনি যে অংশ টুকু অন্য অংশের রঙের সাথে মেলাতে চান, সেই অংশের কালার এর উপর Ctrl চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করলে সেই কালারটি কপি হবে। এবং যে অংশটাতে রঙ করতে চান সেখানে প্রেস করুন মাউস, দেখুন সেই অংশটুকু একই রঙ্গে ফিল হচ্ছে আস্তে আস্তে এই ভাবে কালার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত করে যাবেন, আর কালার প্রতি ২/৩ ক্লিকের পর আবার নতুন করে নিতে হবে। বা নেওয়া ভাল। এখানে ব্রাশ সাইজ পাবেন মাউস রাইট ক্লিক করলে, কালার গাড় বা তাড়াতাড়ি করার জন্য উপরে Opacity এবং Flow এর মান কমিয়ে বাড়িয়ে নেবেন।
আপনি যদি এখানে বা সঠিক ভাবে ছবির বডির সাথে কালার না মেলাতে পারেন তাহলে উপরে Image>Adjustmenst>Brightness>Contrast>Hue>Colorbalance.ইত্যাদি  থেকে বডির সাথে কাট করা ইমেজটির কালার মেছিং করে নিতে পারেন বা Ctrl +M  । তবে এটি মাথা টি কেঠে সঠিক স্থানে বসিয়ে তারপর করে নেবেন।
এই হল ফাইনাল, ছবিটি তবে অত ভাল ভাবে করিনি আমি খুব দ্রুত গতিতে করলাম।
মূলকথা হল ফটোশফে কাজের শেষ নেই, আর প্রসেস এর ও অভাব নেই, এই কাজটি কয়েকভাবে করা যায়, আমার কাছে এই ধাপটি ই সহজ মনে হল নতুনদের জন্য।তাই এটিই আপনাদেরকে জানালাম আশা করি অনেকেই উপকৃত হবেন। আর ফটোশফ নিয়ে নতুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন, যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের কে জানাতে চেষ্টা করবো, কারন এখানে এসেছি নিজে জানতে এবং অন্যদেরকে জানাতে। যদি কোন ইমেজ + করতে হয় আপনাদের বুজার স্বার্থে জানাবেন।
অনেক বড় পোস্ট হয়ে গেল, পিসিহেল্পলাইন বিডিতে এটাই আমার সবচেয়ে বড় পোস্ট এবং প্রচুর সময় দিলাম এই পোস্টের জন্য আশা করি সবার মতামত জানাতে ও কিপ্টেমি করবেননা। ভুল হলে ক্ষমা করবেন।
যে যেখানে আছেন, আর যে ভাবে আছেন, আমার আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্ত এবং দীর্ঘ জিবন দান করেন, এই কামনায় আল্লাহ হাফিজ।