কি ভাবে ইউ টিউব এ চ্যানেল খুলবো?


YouTube এ Channel খুলতে হলে সব থেকে আগে আপনাকে এখানে সাইন ইন (Sign in) করতে হবে। আপনার Gmail ID আর একটা password দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার পর নীচের ছবিটির মতো যদি স্ক্রীন আপনার সামনে আসে তাহলে লাল দাগ দেয়া অংশটিতে (My Channel) ক্লিক করুন। আর না হলে সরাসরি পরের ধাপে চলে যান। এবার আপনার সামনে যে স্ক্রীনটি আসবে তার ডান দিকের কোণায় Profile Picture অপশনে একটি ক্লিক করুন। তারপর YouTube Settings অপশনে ক্লিক করুন । এবার নতুন এই স্ক্রীনটির একেবারে নীচে দেখুন Create a new Channel নামের যে অপশনটি আছে তাতে একটি ক্লিক করুন। how-to-open-youtube-channel-answerglobe বক্সে আপনার চ্যানেলের নাম দিন। Category তে বাছাই করুন কোন ধরণের চ্যানেল আপনি খুলতে চান। এবার “I agree to Page Term” লেখায় টিক দিয়ে Done প্রেস করুন। personal-youtube-video-channel-answerglobe আপনার চ্যানেল তৈরি হয়ে গেছে। এবার আপনাকে Suitable Thumbnail image, Cover ইত্যাদি আর ছোট খাট যা যা দরকার সেগুলো সব ইন্সট্রাকশন অনুযায়ী করে নিতে হবে। আশা করি নিজের থেকে এই কাজগুলো করতে পারবেন। না পারলে আমাদের ফেসবুক ফ্যান পেইজে অথবা পোষ্টের নীচে কমেন্ট করে বিষয়টি জানান। সব শেষ হয়ে গেলে এবার আপনার ভিডিও Upload করা শুরু করে দিন। Video Upload করতে হলে প্রথমে Video ট্যাবটি প্রেস করুন। তারপর Upload a Video লেখাটাতে ক্লিক করুন। ব্যস তারপর পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে আপলোড করে দিন আপনার সদ্য নির্মিত YouTube চ্যানেলে। ব্যাক্তিগত YouTube Channel খোলার এই প্রক্রিয়াটি খুবই সহজ। কিন্তু উপায় না জানার কারণে অনেকেই এটা খুলতে পারেন না। YouTube Channel থেকে উপার্জন করতে চাইলে বা আপনার চ্যানেলের ভিজিটর বাড়াতে চাইলে এক্সক্লুসিভ সব ভিডিও সংরক্ষণ করুন আর Facebook, Twitter, Google+ প্রভৃতি সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার বন্ধু-বান্ধব আর পরিচিত মানুষদের মাঝে আপনার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করা শুরু করুন। তাদেরও অনুরোধ করুন যাতে তারা এইসব ভিডিও অন্যদের সাথে শেয়ার করে। এভাবে নিত্য নতুন ভিডিও আপলোড করে আর শেয়ার করতে থাকলে আপনার চ্যানেলের ভিজিটর লাখের ঘরও পেরিয়ে যাবে

এডসেন্স পাওয়ার নিশ্চিত উপায়

আউটসোর্সিং-এ যাঁরা আগ্রহী তাঁদের কাছে Google AdSense নিঃসন্দেহে প্রথম পছন্দের বিষয়। এই এডসেন্স যে সোনার হরিণের চেয়ে কোনও অংশে কম নয় সেটা আশা করি অনেকেই বুঝে ফেলেছেন! নিজের একটি সাইট থাকা, সেটিকে মানসম্মত করে তোলা ইত্যাদি ইত্যাদি পরিশ্রমের পরও যখন কেউ এডসেন্স আবেদন করে একাউন্ট না পেয়ে ফিরে আসেন, তখন মেজাজ নিশ্চয়ই বিগড়ে যায়।

কোনও ওয়েবসাইট ছাড়াই মাত্র ২-৩ দিনে কীভাবে এডসেন্স পাবেন সেই উপায় বলছি শুনুন। যদিও এই পদ্ধতিটা প্রতারণার পর্যায়ে পড়ে, তবু আমাদের ছেলেরা এডসেন্সের জন্যে এতো পাগল, তাই পদ্ধতিটা না বলে পারলাম না। তবে আমি মানসম্মত সাইট বানিয়ে এডসেন্স আবেদন করতে উৎসাহিত করি।

কিছু প্রতিষ্ঠান আছে যারা গুগোলের সাথে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ, এরকম একটি সাইট হল Indyarocks! ভারত থেকে পরিচালিত এই সাইটটি মূলত একটি সোশ্যাল নেটওয়ার্ক। এখানে সদস্যরা সামাজিক যোগাযোগের পাশাপাশি আয় করতে পারবেন এদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। যা হোক, Indyarocks-এর বিজ্ঞাপন করা আমার উদ্দেশ্য নয়, আমি আপনাদের বলবো কীভাবে আপনি এডসেন্স পাবেন। এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটের অনেক গুলো প্রোগ্রামের একটি হল ‘Earn with Google Adsense’! অর্থাৎ এরা এদের সদসদেরকে গুগোল এডসেন্সের মাধ্যমে আয় করার সুযোগ দিচ্ছে। নিয়ম হল, আপনি এদের মাধ্যমে এডসেন্স একাউন্ট পেলে আপনার Indyarocks প্রোফাইলে সেই বিজ্ঞাপন দিবেন, আপনার Indyarocks বন্ধুরা আপনার বিজ্ঞাপনে ক্লিক করলে আপনি অর্থ পাবেন। এবং এই অর্থ থেকে সাইট কর্তৃপক্ষ কোনও ভাগ নেবে না!

এডসেন্স পেতে আপনাকে যা করতে হবে-

১) প্রথমে আপনাকে এই সাইটের সদস্য হতে হবে। এ জন্যে এই লিংকে যান।
২) আপনার তথ্যাদি প্রদান করে নিবন্ধন করুন। নিবন্ধনে ইমেইল আইডি প্রদানের সময় Gmail ঠিকানা দিন। এর আসলে কোনও উপকার আছে কিনা জানি না, তবে আমি অন্য ইমেইল দিয়ে করতে গিয়ে কয়েকবার ব্যর্থ হয়েছি! আর কোনও ইমেইল আইডি ব্যবহার করে এর আগে এডসেন্সের আবেদন করে থাকলে সেই আইডি এখানে দিবেন না।
৩) নিবন্ধন সম্পন্ন হলে আপনাকে মূল পাতায় নিয়ে যাওয়া হবে। এখানে আপনার প্রোফাইল পিকচার দিন। এক্ষেত্রে অবশ্যই মানুষের ছবি ব্যবহার করুন, অন্য ধরণের (ফুল, পাখি, কার্টুন) ছবি দিয়ে কেউ কেউ ব্যর্থ হয়েছেন এরকম শুনেছি।
৪) উপরের ট্যাব মেন্যু থেকে Photos ক্লিক করুন। এখানে অন্তত ১২-১৫ টি ছবি আপলোড করতে হবে, যদিও সাইটে ১০টির কথা বলা আছে। এক্ষেত্রেও ‘মানুষের’ ছবি দেওয়ার চেষ্টা করুন।
৫) Photos-এর ডানদিকে Blogs-এ যান। আপনাকে কিছু ব্লগ পোষ্ট দিতে হবে। আপনি বাংলা অথবা ইংরেজিতে পোষ্ট লিখুন, আমি ইংরেজিতে লেখাতে উৎসাহিত করি। তবে আপনি ইচ্ছে করলে অন্য কোথাও থেকে কপি করে দিতে পারেন, কোনও ওয়েবসাইট থেকে না করে PDF জাতীয় কোন ডকুমেন্ট থেকে করলে ভালো হয়। আপনাকে পোষ্ট দিতে হবে ৪-৫টি, সাইটে বলা আছে ২ টি।
৬) মূল পাতায় গিয়ে বামদিকে Earning (Google Adsense) ক্লিক করুন। এখানে আপনি আবেদনের উপযুক্ত কিনা যাচাই করতে পারবেন। Check Eligibility ক্লিক করুন। আপনি যদি আবেদনের অনুপযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি কি সমস্যা বলে দেওয়া হবে। সেগুলো ঠিক করে নিন। এবার আপনার আবেদন সম্পন্ন করুন। লক্ষ্য করুন এডসেন্সে প্রদত্ত তথ্যগুলোর কোথাও যাতে ভুল না থাকে।
৭) ২-৩ দিন অপেক্ষা করুন। এটি অবশ্য কম বেশিও হতে পারে। আমার একটি একাউন্ট হয়েছিল মাত্র ৭ ঘণ্টায় আবার আরেকটিতে লেগেছিল ৬ দিন! নিয়মিত আপনার মেইল চেক করুন।
৮) নিশ্চিতকরণ ম্যাসেজ যদি আপনাকে খুশি করে অর্থাৎ আপনার এডসেন্স আবেদন মঞ্জুর হয়ে গেলে এডসেন্স নিবন্ধনে ব্যবহৃত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এ জন্যে ভিজিট করুনঃ www.adsense.com
৯) আপনি এবার Indyarocks-এর সাথে সম্পর্কচ্ছেদ করতে পারেন, এতে আপনার এডসেন্স-এ কোনও প্রভাব পড়বে না। নির্দ্বিধায় এটিকে আপনার ওয়েবসাইটে ব্যবহার করুন।

Free bangla tutorial on google adsense

আমরা অনেককই গুগুল এ্যাডসেন্স এর সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু এর সঠিক ব্যবহার না জানায় অনেকে আবার বিভ্রান্তও হয়েছিআসলে google adsense এর ব্যবহার অত্যন্ত সহজ যা কিনা একজন নবীন ব্যবহারকারীও ব্যবহার করতে পারে এজন্য আপনার থাকতে হবে নিচের পাঁচটি জিনিস যথা-

 একটি ইমেল এ্যাকাউন্ট
 একটি সম্পুর্ন editable web page( যা কিনা ফ্রিতেও তৈরি করা যায়)
 একটি গুগুল adsense free account
 পরিশ্রম করার মানসিকতা আর
 আমার তৈরি google adsense Free tutorial

কিন্তু টিউটোরিয়ালটি পড়তে নিচের যেকোন একটি link এ কিক্ল করুন এবং ৩০ সেকেন্ড অপেক্ষা করুন তারপর free tutorial নামক লিঙ্কে কিক্ল করে user name হিসাবে rafiq এবং password হিসাবে rafiq লিখে ফোল্ডারটি প্রবেশ করুন সেখানে এটি দেয়া আছে....
যদি না প্রবেশ করতে পারেন তবে আবার একটি নিচের অন্য link এ কিক্ল করে একইভাবে একই password ও user name দিয়ে চেষ্টা করুন

Windows 7 Loader Activator Free Download


How to activate windows 7

Windows 7 is PC operating system developed by Microsoft. Windows 7 was released on July 22, 2009.  And after three years later released Windows Vista & Windows Server.  Windows 7 was intended to upgrade to OS to address Windows Vista. Windows 7 is continuous updated with addition of task-bar and new window features.  In addition, new features were added to the OS, libraries, data sharing, and multi-touch input device. Windows 7 hipped with some application such as IE 11, WM player, WMC. If we consider windows 7 with windows vista, Windows 7 is better than the other windows version because it has some new advanced features. Windows 7 is the more successful version rather than all other windows versions.


Windows 7 new features are touch input, virtual hard disk, handwriting, direct access, and so on. It supports graphics cards that perform better than previous version. It has also included unit conversion, weight, length, age, temperature and many more. New features included in Control panel such as recovery, workspace center, display, clear Type, Icons and Biometric. Windows Action Center it is also new feature it was known as Windows Security Center also known as WHC. The taskbar now bigger than previous where Quick Launch used instead of the pin app at the taskbar. Some features are not useful to all users, so it has also an option that the user can enable or disable particular application. 

Windows 7 is available to use with different version, most of the users are using Ultimate. Home and Professional built only for home use and minor business. But windows come with only 90 day trial period. After that you will receive a message to activate the windows. Microsoft has now stopped the new sale of windows 7 on October 8, 2014. Microsoft decides that they will stop support on 2015 and they extend their support up to January, 2020 for user convenience.

Here shown how to activate windows 7. Fist of all you can check your windows activation status:  
Click the Start Button >> Right-click on "My Computer" >> and then Properties.  You will see Windows is not activated.


How to use Windows 7 activator
Let’s download the activator.  Before downloading, disable your antivirus temporarily (if installed). See the download link below: 

>> unzip the file. 
>> Run it as Administrator 
>> click on installed.
>> to work properly, please Restart your PC.
>> Activation successful.
Let’s check the windows activation status. 
You will see Windows is activated.