3D টেক্সট ইফেক্ট

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল ক্লাসে। কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে খূবই ভাল আছেন। আজ আবারও উপস্থিত হয়েছি আরেকটি টিউটোরিয়াল নিয়ে। চলুন আজকের টিউটোরিয়ালে।
প্রথমে এক নজরে দেখে নিন কেমন হবে আজকের টিউটোরিয়ালটি দেখতে….
final ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

01 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) প্রথমে একটি লেখা লেখুন

  • 1000*600 পিক্সেলের ও ৩০০ রেজুলেশনের এবং RGB মুডের একটি নতুন ডকুমেন্ট নিন।
  • এবার ব্যাকগ্রাউন্ড কালার নিন ৬৫% কালো রংয়ের।
  • এবার টুল বক্স থেকে Horizontal Type Tool টি নিন।
  • এবার লিখুন”6PX”
  • ফন্ট সাইজ দিন ৭৮
  • আর ফন্ট নিনBauhaus 93 বা আপনার ইচ্ছা মতো।
  • এবার লেখার রং কালো নিন ফোরগ্রাউন্ড কালারে।
1 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

02 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) লেখাকে ডকুমেন্টের মাঝে আনা

  • এবার Layers Palette এ যান।
  • এবার উভয় জায়গায় ক্লিক করুন।Layer > Align > Vertical Centers এবং Layer > Align > Horizontal Centers.
  • প্রথমে প্রথমটাতে তারপর ২য়টা তে গিয়ে ক্লিক করুন।
2 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

03 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার লেখার উপরের ফাটা ফাটা দাগ তৈরি করা

  • এবার একটি নতুন লেয়ার নিন। এর নাম দিতে পারেন”Strips”
  • এবার ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট যেটা আছে সেটা নির্বাচন করুন।
  • এজন্য কী-বোর্ড থেকে D চাপুন।
  • এবার কী-বোর্ড থেকে X চাপুন। তাহলে কালার উপর নিচ হবে।
  • এবার  “Strips” লেয়ারটি নির্বাচন করে Alt+Backspace কী-দ্বয় একত্রে চাপুন।
  • এবার  Filter > Sketch > Halftone Pattern এ যান।
  • এবার নিচের মতো করুন।
3 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

04 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার দাগগুলো লেখার উপর নিয়ে আসা

  • এবার Alt কী চেপে ধরে”6PX” এবং “Strips” লেয়ারের উপরে ক্লিক করুন।
  • এবার টুল বক্স থেকে Move Tool টি নিয়ে কয়েক পিক্সেল উপরে বি নিচের দিকে”Strips” লেয়ারটি নিয়ে যান। এজন্য এ্যারো কী ব্যবহার করতে পারেন।
  • এবার এবার লেয়ার প্যালেটে গিয়ে”Strips” এবং “6PX” নির্বাচন করে Ctrl+E কী-দ্বয় একসাথে চাপুনভ
4 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

05 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) ফাঁটা ফাটা দাগ তৈরি করা

  • এবার Ctrl কী চেপে “Strips” লেয়ারটি নির্বাচন করুন ও Ctrl+C কী-দ্বয় চাপুন।
  • এবার Channels Palette এ গিয়ে একটি নতুন চ্যানেল তৈরি করুন।
  • এবার Ctrl+V কী-দ্বয় চাপুন।
  • এবার সাদা অংশ গুলো Magic Tool দিয়ে নির্বাচন করুন।
  • এবার Filter > Blur > Gaussian Blur এ গিয়েradius= 2 pixels দিন ও Apply করুন।
  • এবারImage > Adjustments > Levels যান।
  • এবার Input Level 120 ও Highlight Input Level 155 দিন ও Apply করুন।
5 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

06 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) আবারও দাগ তৈরি করা।

  • এবার সাদা অংশ নির্বাচন করুন।
  • Ctrl কী চেপে “Alpha 1″ channel এ ক্লিক করুন।
  • এবার লেয়ার প্যালেটে গিয়ে”Strips” layer টি ডিলেট করে দিন।
  • এবার একটি নতুন লেয়ার তৈরি করুন। এর নাম দিন”Front” এবার সাদা অংশ নির্বাচন করুন ও #b3b3b3 এই রং দিয়ে ফিল করে দিন।
  • এবার সিলেকশান উঠিয়ে দিন।
  • এবার Blending Options এ যান। ও এবার সেটিং করুনBlending Mode => Multiply, Opacity => 100%, Gradient => Black, White, Style => Radial, Angle => 90, Scale => 150%, এবং Align With Layer => এট আনচেক করুন।
6 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

07 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার দাগগুলোকে আরও স্টাইলিশ করুন

  • এবার আবার Blending Options এ যান। সেটিং করুন Style => Inner Bevel, Technique => Chisel Hard, Depth => 120%, Direction => Up, Size => 2 pixels, Soften => 2 pixels, Angle => 145 এবং Altitude => 55 degrees এবং Highlight এবং Shadow Opacity values দিন 75%.
7 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

08 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার লেয়ারগুলোকে সাজানো

  • “front” লেয়ারটিDuplicate করুন।
  • Bevel and Emboss style টা এখন মুছে দিন।
  • এবার একটি নতুন আরেকটি লেয়ার নিন। এর নাম দিন “Extrude”
  • এবার ডুফলিকেট “front” ও “Extrude” লেয়ারদুটি একসাথে নির্বাচন করে মার্জ করুন।
  • এবার মার্জ করা লেয়ারটি “front” লেয়ারের নিচে নিয়ে আসুন।
  • এবার ফন্ট লেয়ারটি অদৃশ্য করে দিন। এজন্য লেয়াটির সামের চোখের আইকনটির উপর ক্লিক করলেই হবে।
8 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

09 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার রংয়ের কাজ

  • “Extrude” লেয়ারটি নির্বাচন করুন।
  • Image > Adjustments > Hue/Saturation. এখানে যান।
  • এবার সেটিং করুন Hue to 40, Saturation to 35 এবার ওকে দিন।
9 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

10 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার একটি একশান তৈরি করুন।

  • Actions Palette আসুন। এজন্য Window > Actions এখানে যান।
  • Actions Palette এর ডানদিকে উপরের দিকে একটি ছোট তীর আছে ওখানে ক্লিক করুন।
  • মেনু থেকেNew Set ক্লিক করুন ও নাম দিন  “Extrude”.
  • এবার Click Create বাটনে ক্লিক করুন ও “main” নাম দিন।
  • এবার Record বাটনে ক্লিক করুন।
10 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

ধাপ ১১: এবার একশান রেকর্ড করা

  • “Extrude” লেয়ারটি ডুফলিকেট করুন। এজন্য লেয়ারটি নির্বাচন করে Ctrl+J কী-দ্বয় চাপুন।
  • এবার লেয়ারটিকে নির্বাচিত অবস্থায় Ctrl+T চাপুন।
  • এবার Horizontal এবং Vertical Scales করুন 99%।
  • এবার Ctrl+J কী-দ্বয় চাপুন।
  • Hue -50 এবং Lightness to -8 দিন।
  • এবার কপি করা লেয়ারটি অরজিনাল লেয়ারটির নিচে টেনে আনুন।
  • এবার একশন প্যালেট থেকে Stop বাটনে ক্লিক করুন।
11 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) 

12 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার একশানটি চালু করা

  • “Extrude” লেয়ারটি ডুফলিকেট করুন।
  • এর নাম”Reflection Extrude” দিন।
  • এই লেয়ারটি দিয়ে পরে রিফলেকশান তৈরি করব।
  • এবার”"Extrude copy” লেয়ারটি ও “Main” একশানটি নির্বাচন করুন।
  • এবার Play বাটনে ক্লিক করুন।
  • “Extrude” লেয়ার এর আওতাভুক্ত লেয়ারগুলো মার্জ করুন।
  • এবার Ctrl+E চেপে মার্জ করুন।
  • এবার আবার”Front” লেয়ারটি visible করুন।
12 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

13 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার আলোর রশ্মি তৈরি করা

  • “Extrude” লেয়ারটি ডুফলিকেট করুন ও এর নাম দিন “Rays”
  • নতুন তৈরি করা লেয়ারটি লেয়ারগুলোর মধ্যে সবার উপরে টেনে নিয়ে যান।
  • এবার Filter > Blur > Radial Blur এ যান।
  • সেটিং করুন Amount 100, Blur Method Zoom, set Quality Best করুন। এবার ওকে করুন।
  • Ctrl+F চেপে আবারও পুনরায় ফিল্টারটি করুন।
13 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

14 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার লেয়ার সাজানো

  • এবার রিফলেকশান তৈরি করা।
  • এবার “Front” layer টি Duplicate করুন।
  • এর নাম দিন “Reflection Front”.
  • এবার “Reflection Front” ও  “Front” টি মার্জ করুন।
  • এবার রিফলেকশান লেয়ার ২টি ব্যাকগ্রাউন্ড এর উপরে নিয়ে আসুন।
14 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

15 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) রিফলেকশান তৈরি করা

  • এবার Move Tool টি নিন ও “Rays”, “Front” এবং “Extrude” লেয়ারগুলো নির্বাচন করুন।
  • এবার এগুলোকে ইমেজের উপরে নিয়ে আসুন।
  • “Reflection Front” এবং “Reflection Extrude” লেয়ার ২টি নির্বাচন করুন।
  • এবার Edit > Transform > Flip Vertical যান
  • যেখানে রিফলেকশান হবে তার নিচের দিকে লেয়ারটি সরান।
15 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

16 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) রিফলেকশান তৈরি করা

  • আবারও আমরা এটির জন্য একটি একশান তৈরি করব।
  • “Reflection Extrude” লেয়ারটি নির্বাচিত রেখে Actions Palette –> Create New Action বাটনে ক্লিক করুন ও এর নাম দিন “Reflection”
  • “Reflection Extrude” লেয়ারটি ডুফলিকেট করুন।
  • এবার Ctrl+T চাপুন।
  • এবার পিভট পয়েন্টটি মূল লেখার মাঝখানে টেনে আনুন।
  • এবার Horizontal এবং Vertical Scales করুন 99%। এবার এন্টার চাপনু
  • এবার Ctrl+U চাপুন।
  • এবার Hue -50 and Lightness  -8 দেন।
  • এবার “Reflection Extrude” লেয়ারটি নিচে”Reflection Extrude copy” লেয়ারটি টেনে আনুন।
  • এবার একশান প্যালেট থেকে Stop করুন।
16 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

17 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) রিফলেকশান তৈরি করা

  • এবার “Reflection Extrude copy” নির্বাচিত রেখে Play বাটনে ক্লিক করুন।
  • “Reflection Extrude টি নির্বাচন করে Ctrl+ E চাপুন।
17 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

18 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার উজ্জল রশ্মি তৈরি করা

  • “Reflection Extrude” লেয়ারটি ডুফলিকেট করে “Reflection Rays” নাম দিন।
  • “Reflection Extrude” ও  “Reflection Rays” লেয়ারটি মার্জ করুন।
  • এবার মার্জ করা লেয়ারটি নম দিন “Reflection”.
  • “Reflection Rays” লেয়ারটি নিচে “Reflection” লেয়ারটি নিন।
  • এবার লেয়ার প্যালেট থেকে “Reflection” লেয়ারটির Opacityদিন ২০%
  • এবার “Reflection Rays” লেয়ারটি নির্বাচন করে Filter > Blur > Radial Blur এ যান।
  • সেটিং করুন Amount 100, Blur Method Zoom and Quality Best
  • এবার Blur এর বক্সের ডানদিকের Blur এর কেন্দ্রটি উপরের দিকে টেনে নিয়ে Apply করুন।
  • “Reflection Rays” লেয়ারটি নির্বাচন করুন ও এর Blending Mode থেকে Color Dodge এবং Layer Opacity  60%  করুন।
18 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

19 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) রিফলেকশান তৈরি করা

  • এবার লেয়ার প্যালেট থেকে “Reflection লেয়ারটি নির্বাচন করেAdd Layer Mask বাটনে ক্লিক করুন।
  • এবার Gradient Tool টি নিন এবং সাদা ও কালা রংয়ের গ্রেলিয়েন্টটি নিন। এবার ok করুন।
  • একই ভাবে”Reflection Rays” লেয়ারটিতেও করুন।
  • এবার “Reflection Rays” লেয়ারটি নির্বাচন করে Add Layer Mask বাটনে ক্লিক করন।
19 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

20 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার ছাড়া তৈরি করা

  • “Reflection Rays” লেয়ারটির উপরে একটি লেয়ার তৈরি করুন, নাম দিন “Shadow”
  • Polygonal Lasso Tool টি নিন ও নিচের ছবির মতো করে সিলেকশান করুন।
  • এবার সিলেকশান করা অংশ গুলো কালো রং দিয়ে ফিল করুন।
  • এবার সিলেকশান উঠিয়ে দিন্
  • এবার Ctrl+T চাপুন। এবার এটিকে স্ক্রল করুন vertically
  • এবার Filter > Blur > Gaussian Blur এ যান। সেটিং করুনRadius of 8 pixels
  • আবার Filter > Blur > Motion Blurএ যান। সেটিং করুন Distance => 85, Angle => 0.
20 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

21 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) এবার ব্যাকগ্রাউন্ড এডিট করুন

  • “Background” লেয়ারটির উপর ডাবল ক্লিক করুন ও ok ক্লিক করুন।
  • এবার এর Gradient Overlay করুন সেটিং অনুসারে।
  • Blend Mode => Overlay, Opacity =>25%, Gradient => Black, White, Style => Linear, Angle => 90, Scale => 40%.
21 ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)

cong ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট) অভিনন্দন সবাইকে আপনার পেরেছেন আজকের টিউটোরিয়ালটি

  • এতক্ষণ যা করলে তাই এটি। হি হি হি হিহ হি হিইহিহ
final ফটোশপের কারুকাজ ২য় পর্ব (3D টেক্সট ইফেক্ট)
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ……………..

No comments:

Post a Comment