ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট

আসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রগমতে খুবই ভাল আছেন। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি “ফটোশপের কারুকাজ” টিউটোরিয়ালের ১৭তম পর্ব নিয়ে। আজকের পর্বে নাম “ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট”। চলূন টিউটোরিয়ালে…। তার আগে দেখে নিন কি হবে আজকে।
final ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ১

  • প্রথমে dafont.com এখান থেকে SF Transbotics ফন্টটি ডাউন লোড করে নিন।
  • এবার একটি ডকুমেন্ট নিন 540×300 at 72ppi সাইজের।
  • এবার কালো রং দিয়ে ডকুমেন্ট ফিল করুন।
  • এবার ফরগ্রাউন্ড কালার সাদ নিন ও TRANSFORMERS লিখুনSF Transbotics ফন্ট দিয়ে।
  • এবার লেখাটিকে ডকুমেন্টের একদম মাঝখানে নিয়ে লেখার সাইজ বড় করুন।
step1 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ২

  • এবার আমরা T ও F এর নিচের অংশ একটু লম্বা করব। এজন্য লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করে Rasterize Type এ ক্লিক করুন।
step2 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ৩

  • এবার Rectangular Marquee tool টি নিন ও T এর নিচের অংশ নির্বাচন করুন।
  • এবার Ctrl+T চাপুন ও একে টেনে লম্বা করুন।
  • একাই ভাবে F কেও লম্বা করুন। এক্ষেত্রে দুটোই যাতে এক সমান হয়।
step3 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)
step4 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ৪

  • এবার টেক্মট লেয়ারটির উপর ডাবল বাটন ক্লিক করুন।
  • এবার Blending Options >>>Bevel and Emboss এ ক্লিক করুন।
  • এবার Ok করুন।
step5 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)
step6 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ৫

  • এবার টেক্সট লেয়ারটি সিলেক্ট করে Ctrl+J চাপুন। তাহলে লেয়ারটি ডুফলিকেট হবে। এভাবে ৪টি করুন অরিজিনালটিসহ।
step7 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ৬

  • এবার উপরের লেয়ারগুলোকে মার্জ করুন, অরজিনাল টেক্সট লেয়ারটি ছাড়া।
  • এবার মার্জ করার লেয়ারটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন, মেনু থেকে Clear Layer Style এ ক্লিক করুন।
  • এবার মার্জ করা লেয়ারটির নামের উপর ডাবল ক্লিক করে TRANSFORMERS Top দিন। আর অরজিনালটির নাম দিনTRANSFORMERS 3D
step8 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ৭

  • এবার মার্জ করা লেয়ারটি ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন।
  • মেনু থেকে Blending Options এ যান। এবার নিচের মতো করে ৫টা সেটিং নির্ধারণ করুন।
step9 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)
step9a ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)
step9b ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)
step9c ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)
step9d ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)
step10 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ৮

  • উপরের Blending Options নির্ধারণ করার উপর উপরের চিত্রের মতো হবে।
  • এবার “TRANSFORMERS 3D” লেয়ারটির উপরে ক্লিক করুন।
  • এবার Levels (Ctrl+L) থেকে নিচের মতো করে সেটিং করুন।
step11 ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)

ধাপ- ৯

  • এবার আমরা রিফ্রেকশান তৈরি করব।
  • এজন্য প্রথমে টেক্সট লেয়ার দুটি মার্জ করুন।
  • এবার লেয়ারটির ডুফলিকেট করুন।
  • ডুফলিকেট লেয়ারটি নির্বাচন করুন ও Ctrl+T চাপুন।
  • এবার রাইট বাটন ক্লিক করে মেনু থেকে  vertically তে ক্লিক করুন।
  • এবার লেয়ার প্যালেট থেকে opacity >> 30% দিন।
final ফটোশপের কারুকাজ পর্ব ১৭ (ট্রান্সপরমার মুভি টেক্সট ইফেক্ট)
  • আপনার কাজ শেষ।

No comments:

Post a Comment