আসসালামু আলাইকুম, সবাইকে আবারও “ফটোশপের কারুকাজ” টিউটেরিয়াল ক্লাসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। একে একে “ফটোশপের কারুকাজ” এর ১১টি পর্ব শেষ করে আজ আপনাদের সামনে হাজির হলাম “ফটোশপের কারুকাজ” এর ১৩ তম পর্ব নিয়ে। জ্বী, আজ আপনাদের সামনে হাজির হলাম “ফটোশপের কারুকাজ” এর ১৩তম পর্ব নিয়ে। আশা করি আপনাদের একটু হলেও উপকার হচ্ছে। তবে এই টিউটোরিয়ালগুলো দেখে ভাল লাগল আর মন্তব্য করলেই হবে না, সাথে সাথে এর প্রাকটিসও করতে হবে। না হলে শিখবেন কিভাবে? আর আপনারা শুধু টিউটোরিয়ালটি নয়, এর ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও দেখে নিবেন। এতে করে আপনাদের অনেক ভাল হবে। চলুন আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের নাম “এভ্যাটর ইফেক্ট”। টিউটোরিয়ালটি শুরু করার আগে একটু দেখে নিন এর সর্বশেষ ফলাফলটি।

প্রথমে আপনাদের কিছু জিনিস ডাউনলোড করে নিতে হবে। যাতে পরে খোঁজাখুঁজি না করা লাগে।

- একটি মেয়ের ছবি নিন।

- এবার Ctrl+J চেপে লেয়ারটিকে ডুফলিকেট করুন।

- এবার Clone stame Tool টি নিন।

- এবার Soft Rounded Brush দিয়ে মাথার উপরের কিছু চুল কেটে ফেলুন।

- এবার Ctrl+U চাপুন ও উপরের মতো করে সেটিং করুন।

- এবার এখানে যান Layer Manu >> New >> Layer.
- Name= Dark,mode: Soft light,Opacity: 60%
- এবর ok করুন। তাহলে Color Picker box আসবে।
- Color #000000 নিন ও ok করুন।

- এবার Layer Manu >> New >> Layer.
- Name: Eyebrows, Mode: Multiply, Opacity: 100%

- এবার Brush tool টি নিন ও রাইট ক্লিক করে spatter14 Brush নিন।
- এবার কালো রং নিয়ে ভ্রুয়ের উপর রং করুন। উপরের চিত্র দেখুন।

- এবর Eyeball টি খুলুন। এবার এটিকে চোখের উপর বসান। উপরের চিত্রটি দেখুন।

- এবার Ctrl+J চেপে ডুফলিকেট লেয়ার তৈরি করুন ও এর নাম দিন “Eye2″
- এবার Move Tool(V) টি নিন ও অপর চোখে নিয়ে বসান।

- এবার কী-বোর্ড থেকে ‘D’ চেপে ‘X’ চাপনু।
- এবার Layer manu >> Reveal All এ ক্লিক করুন।
- এবার soft Rounded Brush টি নির্বাচন করুন ও কালো রং নিন।
- এবার উপরের চিত্রে দেখানো অংশে ব্রাশ করুন।

- এবার একটি নতুন লেয়ার নিন। নাম দিন “Eyelashes.”
- এবার Brush Tool(B) নিন ও F5 চেপেEyelashes Brush টি লোড করে নিন। উপরের চিত্রে দেখুন।

- আপনার পিসি থেকে ব্রাশ লোড করুন।

- তাহলে আপনি আপনার লোড করা ব্রাশটি দেখতে পাবেন। এবার 1502 নং ব্রাশটি নির্বাচন করুন।,
- এবার Diameter= 114px নিন, এবার ‘D’ চাপনু।

- এবার অন্য একটি ব্রাশ নির্বাচন করুন 1344px, Diameter= 114px এবার “Flip Y” বক্সটিতে চেক করুন।
- এবার ২টি চোখেই ব্রাশ করুন।
- এবার “Creat a Group” এ ক্লিক করুন। এবার চোখের উপর ভিত্তি করা সব লেয়ারগুলোকে টেনে গ্রুপে নিয়ে যান। এবার গ্রুপ বন্ধ করে দিন।

- এবার একটি নতুন লেয়ার তৈরি করুন। এবার Brush Tool (B) টি নিন ওBrush Preset Picker টি খুলুন।
- এখান থেকে soft brush টি নিন ও Master Diameter=65 px এবং Hardness 0% দিন।
- এবার ফরগ্রাউন্ড কালার নিন #2e6c93

- এবার উপরের ছবির মতো করে ব্রাশ করুন।
- এবার Layer mode >>> Multiply এবং opacity>>>65% দিন।
- এবার Filter > Blur > Gaussian Blur এ যান ও Radius >>> 20.0 px দিন।

- এবার একটি নতুন লেয়ার তৈরি করুন ও Brush Tool (B) টি নিন।
- এবার Brush Preset Picker খুলুন ও Master Diameter >>> 45 px এবং Hardness 0% নিন।
- এবার ফরগ্রাউন্ড কালার দিন #b45fb1
- এবার উপরের চিত্রের মতো করে ব্রাশ করুন। এবার Layer mode >>> Color এবং opacity >>> 50% নিন।

- এবার Filter > Blur > Gaussian Blur এখানে যান ও Radius >>> 20.0 px

- এবার নতুন একটি লেয়ার তৈরি করুন ও Brush Tool (B) টি নিন।
- ইমেজের উপর রাই্ট বাটন ক্লিক করে Master Diameter >>> 30 px এবং Hardness 0% নিন।
- এবার ফরগ্রাউন্ড কালার নিন#565acd ও Layer mode >>> Multiply এবং opacity >>> 25%.

- এবার নতুন আরেকটি লেয়ার তৈরি করুন ও Brush Tool (B)টি নিন।
- এবার diamete= 13 px নিন ও যথাক্রমে D ও X চাপুন।
- এবার Brush Tip Shape এ যান ও Spacing >>> 450% নিন।
- এবার Scattering >>>Scatter >>> 840% ও Count one নিন।

- এবার গাল ও কপালের উপর ব্রাশ করুন।
- লেয়ার অপাসিটি ৮০% নিন।
- এবার নতুন একটি লেয়ার তৈরি করুন ও Brush Tool (B) টি নিন।
- এবার diameter >>>5 px নিন।
- এবার Brush Tip Shape >>> choose Spacing >>> 200% নিন।
- এবার Scattering >>>Scatter >>> 900% এবং Count one নিন
- এবার লেয়ার প্যালেট থেকে blend mode >>> Luminosity এবং opacity >>> 50% নিন।

- এবার নতুন একটি লেযার নিন ও নাম দিন’Lips’ এবং Brush Tool (B)টি নিন।
- এবার রাইট বাটন ক্লিক করে Master Diameter 21 px এবং Hardness 0% নিন।
- এবার কালার নিন #dc6c6c এবার ঠোঁটের উপর ব্রাশ করুন।
- এবার লেয়ার প্যালেট থেকে blend mode >>> Hue নির্বাচন করুন।

- এবার নতুন একটি লেয়ার তৈরি করুন ও একটু আগের করা কাজটি আবারও ঠোঁটের উপর করুন।
- এবার লেয়ার প্যালেটের উপর থেকেlayer mode >>> Overlay নির্বাচন করুন।
- তাহলেই আপনি তৈরি করে ফেললেন আপনার Avatar
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…….
M R Rasel
No comments:
Post a Comment