Free Download Camtasia studio 8.6 with kye and name | How to use life Time Camtasia studio Without kye and name

ইনষ্টল করা নিয়ম:
প্রথমে ডাউনলোড করে নিবেন তারপর win zip সফ্টওয়্যার দ্বারা exted করে নিবেন, তারপর ইনষ্টল দিবেন, তবে ইনষ্টল দেওয়ার সময় আপনার net connection চালু রাখতে হবে, এবং এটা একটু সময় নিয়ে ইনষ্টল হয় তাই সময় নিয়ে ইনষ্টল করবেন।

কি ভাবে সারা জীনব Camtasia ফ্রী ব্যাবহার করবেনঃ
ইনষ্টল করার পর আপনারা Free Trial ক্লিক করে ৩০ দিন ব্যবহার করতে পারবেন, ৩০ দিন পরে নিছের কাজটি করলে আপনি আরো ৩০ দিন ব্যবহার করতে পারবেন, এভাবে ৩০ দিন পর পর এপলাই করবেন।
 প্রথমে আপনার কম্পিউটার এর  START বার এ ক্লিক করেন, Search এর খালি ঘরে RUN লিখে Search দিন, তার পর RUN লিখা যে পাইল টা আসবে, ও টা তে ক্লিক করেন, এভার আবার খালি ঘরটাতে REGEDIT লিখে Search দেন, আভার কি বোর্ড থেকে CTRL+ F চাপেন, আবার লিখেন DROMJMFILE তার পর ENTER চাপেন, এভার DROMJMFILE নামে যে পাইলটা আসছে ও টা ডিলিট করে দেন,
এখন আপনার ডেস্কটপে Camtasia studio সফ্টওয়্যার এর যে আইকন আছে ও টা সিলেক্ট করেন, এবং মাউজ এর ডাইন ভাটনে ক্লিক করে ও Run as administrator এ ক্লিক করেন, এভার ও টা অপেন করেন দেখবেন আবার ৩০ দিন এর হয়ে গেছে, এভাবে আপনি অনেক দিন ব্যাবহার করতে পারেন।

আবার ৩০ দিন শেষে সফ্টওয়্যার অপেন করার সময় যদি কি চায় তাহলে net connection অপ করে এখন থেকে যে কোন একটা কি কপি করে পেষ্ট করে দিলে হবে, তবে নেম এর ঘরে যে কোন একটা নাম লিখতে হতে।

CAMTASIA  8 KEYS:

Name: Graphic Media

CD2AA-QzBHD-C3KJL-E9HRV-Q797c
CCNAM-YTC5C-YVDPC-CCHMC-FRD4C
CNAZC-3CFWC-CJHHM-MW2AM-H4RF8
SKJ5C-5HSCF-CNWCC-CAPKG-CDMA3
ZCCCZ-TAAWC-CTNAM-ZPTMW-HMD2D
7QCCX-DBMAA-CJUCC-ACDLC-HB3ME
2WCMY-DCDFC-CA3CH-CR5FC-L6M2R
YCK3C-ECDCC-CCHHC-RWBC2-C3R36


Free Download Sony Vegas for Windows

VEGAS Pro 14 is your project companion from start to finish. Edit professional video and audio material in high resolution formats up to 4K. Discover work flow-optimized plug-ins for image stabilization, design dynamic titles and create custom DVDs and Blu-ray Discs. Experience a new type of creative freedom with VEGAS Pro 14.

Description
Sony Vegas Pro offers support for everything a professional video editor requires. You can import media from multiple devices (including HD video), use more than 300 filters and special effects, and use specific tools to work with text layers and subtitles. The app also lets you easily optimize the image quality of your content with various tools.
Key features:
  • Great for producing professional audio and sound.
  • Stacks of audio and video effects and filters.
  • Support for lots of formats, including HD.
  • Thoroughly documented.
  • Covers all professional needs.



কি ভাবে ইউ টিউব এ চ্যানেল খুলবো?


YouTube এ Channel খুলতে হলে সব থেকে আগে আপনাকে এখানে সাইন ইন (Sign in) করতে হবে। আপনার Gmail ID আর একটা password দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার পর নীচের ছবিটির মতো যদি স্ক্রীন আপনার সামনে আসে তাহলে লাল দাগ দেয়া অংশটিতে (My Channel) ক্লিক করুন। আর না হলে সরাসরি পরের ধাপে চলে যান। এবার আপনার সামনে যে স্ক্রীনটি আসবে তার ডান দিকের কোণায় Profile Picture অপশনে একটি ক্লিক করুন। তারপর YouTube Settings অপশনে ক্লিক করুন । এবার নতুন এই স্ক্রীনটির একেবারে নীচে দেখুন Create a new Channel নামের যে অপশনটি আছে তাতে একটি ক্লিক করুন। how-to-open-youtube-channel-answerglobe বক্সে আপনার চ্যানেলের নাম দিন। Category তে বাছাই করুন কোন ধরণের চ্যানেল আপনি খুলতে চান। এবার “I agree to Page Term” লেখায় টিক দিয়ে Done প্রেস করুন। personal-youtube-video-channel-answerglobe আপনার চ্যানেল তৈরি হয়ে গেছে। এবার আপনাকে Suitable Thumbnail image, Cover ইত্যাদি আর ছোট খাট যা যা দরকার সেগুলো সব ইন্সট্রাকশন অনুযায়ী করে নিতে হবে। আশা করি নিজের থেকে এই কাজগুলো করতে পারবেন। না পারলে আমাদের ফেসবুক ফ্যান পেইজে অথবা পোষ্টের নীচে কমেন্ট করে বিষয়টি জানান। সব শেষ হয়ে গেলে এবার আপনার ভিডিও Upload করা শুরু করে দিন। Video Upload করতে হলে প্রথমে Video ট্যাবটি প্রেস করুন। তারপর Upload a Video লেখাটাতে ক্লিক করুন। ব্যস তারপর পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে আপলোড করে দিন আপনার সদ্য নির্মিত YouTube চ্যানেলে। ব্যাক্তিগত YouTube Channel খোলার এই প্রক্রিয়াটি খুবই সহজ। কিন্তু উপায় না জানার কারণে অনেকেই এটা খুলতে পারেন না। YouTube Channel থেকে উপার্জন করতে চাইলে বা আপনার চ্যানেলের ভিজিটর বাড়াতে চাইলে এক্সক্লুসিভ সব ভিডিও সংরক্ষণ করুন আর Facebook, Twitter, Google+ প্রভৃতি সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার বন্ধু-বান্ধব আর পরিচিত মানুষদের মাঝে আপনার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করা শুরু করুন। তাদেরও অনুরোধ করুন যাতে তারা এইসব ভিডিও অন্যদের সাথে শেয়ার করে। এভাবে নিত্য নতুন ভিডিও আপলোড করে আর শেয়ার করতে থাকলে আপনার চ্যানেলের ভিজিটর লাখের ঘরও পেরিয়ে যাবে

এডসেন্স পাওয়ার নিশ্চিত উপায়

আউটসোর্সিং-এ যাঁরা আগ্রহী তাঁদের কাছে Google AdSense নিঃসন্দেহে প্রথম পছন্দের বিষয়। এই এডসেন্স যে সোনার হরিণের চেয়ে কোনও অংশে কম নয় সেটা আশা করি অনেকেই বুঝে ফেলেছেন! নিজের একটি সাইট থাকা, সেটিকে মানসম্মত করে তোলা ইত্যাদি ইত্যাদি পরিশ্রমের পরও যখন কেউ এডসেন্স আবেদন করে একাউন্ট না পেয়ে ফিরে আসেন, তখন মেজাজ নিশ্চয়ই বিগড়ে যায়।

কোনও ওয়েবসাইট ছাড়াই মাত্র ২-৩ দিনে কীভাবে এডসেন্স পাবেন সেই উপায় বলছি শুনুন। যদিও এই পদ্ধতিটা প্রতারণার পর্যায়ে পড়ে, তবু আমাদের ছেলেরা এডসেন্সের জন্যে এতো পাগল, তাই পদ্ধতিটা না বলে পারলাম না। তবে আমি মানসম্মত সাইট বানিয়ে এডসেন্স আবেদন করতে উৎসাহিত করি।

কিছু প্রতিষ্ঠান আছে যারা গুগোলের সাথে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ, এরকম একটি সাইট হল Indyarocks! ভারত থেকে পরিচালিত এই সাইটটি মূলত একটি সোশ্যাল নেটওয়ার্ক। এখানে সদস্যরা সামাজিক যোগাযোগের পাশাপাশি আয় করতে পারবেন এদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। যা হোক, Indyarocks-এর বিজ্ঞাপন করা আমার উদ্দেশ্য নয়, আমি আপনাদের বলবো কীভাবে আপনি এডসেন্স পাবেন। এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটের অনেক গুলো প্রোগ্রামের একটি হল ‘Earn with Google Adsense’! অর্থাৎ এরা এদের সদসদেরকে গুগোল এডসেন্সের মাধ্যমে আয় করার সুযোগ দিচ্ছে। নিয়ম হল, আপনি এদের মাধ্যমে এডসেন্স একাউন্ট পেলে আপনার Indyarocks প্রোফাইলে সেই বিজ্ঞাপন দিবেন, আপনার Indyarocks বন্ধুরা আপনার বিজ্ঞাপনে ক্লিক করলে আপনি অর্থ পাবেন। এবং এই অর্থ থেকে সাইট কর্তৃপক্ষ কোনও ভাগ নেবে না!

এডসেন্স পেতে আপনাকে যা করতে হবে-

১) প্রথমে আপনাকে এই সাইটের সদস্য হতে হবে। এ জন্যে এই লিংকে যান।
২) আপনার তথ্যাদি প্রদান করে নিবন্ধন করুন। নিবন্ধনে ইমেইল আইডি প্রদানের সময় Gmail ঠিকানা দিন। এর আসলে কোনও উপকার আছে কিনা জানি না, তবে আমি অন্য ইমেইল দিয়ে করতে গিয়ে কয়েকবার ব্যর্থ হয়েছি! আর কোনও ইমেইল আইডি ব্যবহার করে এর আগে এডসেন্সের আবেদন করে থাকলে সেই আইডি এখানে দিবেন না।
৩) নিবন্ধন সম্পন্ন হলে আপনাকে মূল পাতায় নিয়ে যাওয়া হবে। এখানে আপনার প্রোফাইল পিকচার দিন। এক্ষেত্রে অবশ্যই মানুষের ছবি ব্যবহার করুন, অন্য ধরণের (ফুল, পাখি, কার্টুন) ছবি দিয়ে কেউ কেউ ব্যর্থ হয়েছেন এরকম শুনেছি।
৪) উপরের ট্যাব মেন্যু থেকে Photos ক্লিক করুন। এখানে অন্তত ১২-১৫ টি ছবি আপলোড করতে হবে, যদিও সাইটে ১০টির কথা বলা আছে। এক্ষেত্রেও ‘মানুষের’ ছবি দেওয়ার চেষ্টা করুন।
৫) Photos-এর ডানদিকে Blogs-এ যান। আপনাকে কিছু ব্লগ পোষ্ট দিতে হবে। আপনি বাংলা অথবা ইংরেজিতে পোষ্ট লিখুন, আমি ইংরেজিতে লেখাতে উৎসাহিত করি। তবে আপনি ইচ্ছে করলে অন্য কোথাও থেকে কপি করে দিতে পারেন, কোনও ওয়েবসাইট থেকে না করে PDF জাতীয় কোন ডকুমেন্ট থেকে করলে ভালো হয়। আপনাকে পোষ্ট দিতে হবে ৪-৫টি, সাইটে বলা আছে ২ টি।
৬) মূল পাতায় গিয়ে বামদিকে Earning (Google Adsense) ক্লিক করুন। এখানে আপনি আবেদনের উপযুক্ত কিনা যাচাই করতে পারবেন। Check Eligibility ক্লিক করুন। আপনি যদি আবেদনের অনুপযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি কি সমস্যা বলে দেওয়া হবে। সেগুলো ঠিক করে নিন। এবার আপনার আবেদন সম্পন্ন করুন। লক্ষ্য করুন এডসেন্সে প্রদত্ত তথ্যগুলোর কোথাও যাতে ভুল না থাকে।
৭) ২-৩ দিন অপেক্ষা করুন। এটি অবশ্য কম বেশিও হতে পারে। আমার একটি একাউন্ট হয়েছিল মাত্র ৭ ঘণ্টায় আবার আরেকটিতে লেগেছিল ৬ দিন! নিয়মিত আপনার মেইল চেক করুন।
৮) নিশ্চিতকরণ ম্যাসেজ যদি আপনাকে খুশি করে অর্থাৎ আপনার এডসেন্স আবেদন মঞ্জুর হয়ে গেলে এডসেন্স নিবন্ধনে ব্যবহৃত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এ জন্যে ভিজিট করুনঃ www.adsense.com
৯) আপনি এবার Indyarocks-এর সাথে সম্পর্কচ্ছেদ করতে পারেন, এতে আপনার এডসেন্স-এ কোনও প্রভাব পড়বে না। নির্দ্বিধায় এটিকে আপনার ওয়েবসাইটে ব্যবহার করুন।

Free bangla tutorial on google adsense

আমরা অনেককই গুগুল এ্যাডসেন্স এর সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু এর সঠিক ব্যবহার না জানায় অনেকে আবার বিভ্রান্তও হয়েছিআসলে google adsense এর ব্যবহার অত্যন্ত সহজ যা কিনা একজন নবীন ব্যবহারকারীও ব্যবহার করতে পারে এজন্য আপনার থাকতে হবে নিচের পাঁচটি জিনিস যথা-

 একটি ইমেল এ্যাকাউন্ট
 একটি সম্পুর্ন editable web page( যা কিনা ফ্রিতেও তৈরি করা যায়)
 একটি গুগুল adsense free account
 পরিশ্রম করার মানসিকতা আর
 আমার তৈরি google adsense Free tutorial

কিন্তু টিউটোরিয়ালটি পড়তে নিচের যেকোন একটি link এ কিক্ল করুন এবং ৩০ সেকেন্ড অপেক্ষা করুন তারপর free tutorial নামক লিঙ্কে কিক্ল করে user name হিসাবে rafiq এবং password হিসাবে rafiq লিখে ফোল্ডারটি প্রবেশ করুন সেখানে এটি দেয়া আছে....
যদি না প্রবেশ করতে পারেন তবে আবার একটি নিচের অন্য link এ কিক্ল করে একইভাবে একই password ও user name দিয়ে চেষ্টা করুন

Windows 7 Loader Activator Free Download


How to activate windows 7

Windows 7 is PC operating system developed by Microsoft. Windows 7 was released on July 22, 2009.  And after three years later released Windows Vista & Windows Server.  Windows 7 was intended to upgrade to OS to address Windows Vista. Windows 7 is continuous updated with addition of task-bar and new window features.  In addition, new features were added to the OS, libraries, data sharing, and multi-touch input device. Windows 7 hipped with some application such as IE 11, WM player, WMC. If we consider windows 7 with windows vista, Windows 7 is better than the other windows version because it has some new advanced features. Windows 7 is the more successful version rather than all other windows versions.


Windows 7 new features are touch input, virtual hard disk, handwriting, direct access, and so on. It supports graphics cards that perform better than previous version. It has also included unit conversion, weight, length, age, temperature and many more. New features included in Control panel such as recovery, workspace center, display, clear Type, Icons and Biometric. Windows Action Center it is also new feature it was known as Windows Security Center also known as WHC. The taskbar now bigger than previous where Quick Launch used instead of the pin app at the taskbar. Some features are not useful to all users, so it has also an option that the user can enable or disable particular application. 

Windows 7 is available to use with different version, most of the users are using Ultimate. Home and Professional built only for home use and minor business. But windows come with only 90 day trial period. After that you will receive a message to activate the windows. Microsoft has now stopped the new sale of windows 7 on October 8, 2014. Microsoft decides that they will stop support on 2015 and they extend their support up to January, 2020 for user convenience.

Here shown how to activate windows 7. Fist of all you can check your windows activation status:  
Click the Start Button >> Right-click on "My Computer" >> and then Properties.  You will see Windows is not activated.


How to use Windows 7 activator
Let’s download the activator.  Before downloading, disable your antivirus temporarily (if installed). See the download link below: 

>> unzip the file. 
>> Run it as Administrator 
>> click on installed.
>> to work properly, please Restart your PC.
>> Activation successful.
Let’s check the windows activation status. 
You will see Windows is activated.

গ্রাফিক ডিজাইনের ইতিহাস History of Graphic Design (২য় পর্ব)


অক্ষরের আবিস্কার ও লেখার প্রচলনঃ

খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর থেকেই এ যুগের শুরু ধরা যায়।
ইতোমধ্যেই মানুষ কিছু চিহ্নের ব্যবহার শিখেছে, আর কথক ভাষাও আয়ত্তে এনেছে । মূলত এই সময়েই মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল হতে শুরু করে, সেই জন্য প্রয়োজনের খাতিরেই তাদের সূর্য মাস-চন্দ্র মাস, জলবায়ু ও ঋতু বিষয়ে মনোযোগী হতে হয়, এসব কারনেই তাদের লিখিত মাধ্যমে তথ্য সংরক্ষনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
বছরের কোন সময়ে বেশী তাপ মাত্রা থাকে বা কখন বেশী বৃষ্টি হয় এসব হিসেবের জন্য তাঁরা লেখার সাথে সাথে ইলাস্ট্রেশনেও অভিজ্ঞতা লাভ করতে শুরু করে। টাইপ ফেসের সাথে ছবির যোগসুত্রই প্রথম গ্রাফিক আর্টের সুচনা করে। এই সময়েই মানুষ নাগরিক হতে থাকে, তাঁরা দেয়াল তুলে ঘর বানায়, সে ঘরে ফুল আঁকে, সেখানে আলোকসজ্জা হয়, সেখানে তাঁরা প্রিয়জনের স্মৃতি যতনে সংরক্ষন করে – এভাবেই গড়ে উঠতে থাকে প্রাথমিক গ্রাফিকাল ভিজুয়াল। এপিটাফে কথা লিখে রাখাও অনেক বড় একটা গ্রাফিকাল অর্জন মানুষের।
আসির্যকরাই প্রথম মাটির পাত্রে খোদায় করা শিখেছিল, অবশ্য একই সময়ে গ্রিসে, হরপ্পায় এবং ইজিপ্টে মাটির পাত্র দেখা যায়- যা তত্তগত ভাবে কাছাকাছি সময়ের। চামড়ার ব্যাগে পানি সংরক্ষনের ঝামেলা হেতু মানুষ মাটির পাত্র কোন দুরঘতনা বশত পোড়ানো শিখেছিল, এটাও একটা বিশাল বড় বিপ্লব ছিল, যেমনটা মানুষ শিখেছিল প্রয়জনে আগুন জালাতে। তবে পরিশালিত গ্রাফিক ডিজাইনের আদি নিদর্শন পাওয়া যায় চীনে, ৩৫৩ খ্রিস্টপূর্বে। Poems Composed at the Orchid Pavilion এর অয়াং ঝির ইলাস্ত্রেশন।

 
চিত্রঃ ০২
Poems Composed at the Orchid Pavilion
১২৪০ খ্রিস্টপূর্বতে মিশরের Book of the Dead ইলাশট্রেশনটিও বলা যায় একটি ভাল গ্রাফিক ডিজাইনের নিদর্শন।
The Papyrus of Ani is a version of the Book of the Dead for the Scribe Ani. This vignette (small scene that illustrates the text) is Chapter for not letting Ani's heart create opposition against him in the God's Domain


রোমান গ্রাফিক ডিজাইনঃ

দুঃখের বিষয় হল গ্রিসের গ্রাফিক আর্টের নিদর্শন আমরা ততটা পাইনা যতটা স্থাপত্যে বা ভিজুয়াল আর্টে পাই। গ্রীক মনিষীদের হাতে লেখা পুস্তকের যদি কিয়দাংশ আমরা পেতাম তাহলে সেটা হত গ্রাফিক ডিজাইনের অমূল্য সম্পদ। কিন্তু শহরের উপর উপুর্যুপরি প্রাকৃতিক ও যুদ্ধের ধ্বংসলীলা নেমে আসায় সেগুলোর অনেক কিছুই ধ্বংস হয়ে যায়। তবে গ্রীস প্রভাবিত রোমানদের ডিজাইনে আমরা সমৃদ্ধ। বিশেষ করে আটলান্টিকের দুই পাড়ের বিপুল সংখ্যক দেশের/অঞ্চলের টাইপ ফেস এ বিশাল ভুমিকা রেখেছে। বলা যায় প্রিথিবীর দুই তৃতীয়াংশ মানুষের লেখার হরফ ল্যাটিন থেকেই বিবর্তিত। আর এক্ষেত্রে রোমান হরফের ভুমিকা অনবদ্য। রোমান হরফের প্রচলন টাইপগ্রাফি বিশেষ করে গ্রাফিক ডিজাইনে এক র্যারপিড পরিবর্তনের সুচনা করে।

 
চিত্রঃ ৪ ব্লাকলেটার
টাইপোগ্রাফিতে ব্লাক লেটার থেকে শেরিফ ফন্টে কনভার্ট রোমান টাইপের অসামান্য অবদান। মজার বিষয় হল, করিন্থিয়াস পিলারের কনসেপ্ট থেকেই শেরিফ ফন্টের উদ্ভাবন। পরবর্তিতে স্যান্স শেরিফ ও জিওমেত্রিক ফন্টের সূচনাও রোমান ফন্ট থেকেই হয়েছিল। টোটাল গ্রাফিক ডিজাইনে রোমান টাইপোগ্রাফির একটা ভুমিকা আছে বলা যায়।

 
চিত্রঃ ৬ রোমান টাইপ ইভুলুশন

মেডিভাল পিরয়ড (মধ্যযুগে) গ্রাফিক ডিজাইনঃ
ধাতব মুদ্রাঃ
প্রাক রেনেসাঁর ৪০০ বছর কে আমরা মধ্যযুগ ধরতে পারি।
বাইজান্টাইন সাম্রাজ্যের গোড়াপত্তন ও মুসলিম রেনেসাঁর সময়ে গ্রাফিক ডিজাইন ভিন্ন মাত্রা পায়। ততক্ষনে গুটেনবার্গের প্রিন্টিং টেকনোলজির পরিপক্কতা আসে, কাঠের ব্লক ছাড়াও সিসা ও তামার ব্লকে প্রিন্ট হতে থাকে।

চিত্রঃ ৭ গুটেনবার্গ
সবসময় গ্রাফিক ডিজাইন বিবর্তিত হয়েছে মুদ্রন প্রকৌশলের উন্নতির সাথে সাথে। ধাতব মুদ্রায় শাসকের গুনকির্তনের জন্য এর আরেকদফা উন্নতি সাধিত হয়। গ্রাফিক ডিজাইনের এটাও একটা গৌরবের দিক, আঞ্চলিক শাসকবর্গের প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য উত্তরোত্তর প্রিন্টিং টেকনোলজির উন্নতি ঘটতে থাকে। ধাতব মুদ্রায় ডিজাইন মুসলিম যুগের অনন্য কৃতিত্ব।

চিত্রঃ ৮ মুসলিম মুদ্রা
 
কুরআন মুদ্রনঃ
অটোম্যান (উমাইয়া) সময় মুসলিম শাসন পুর্বে এশিয়া মাইনর ও পশ্চিমে স্পেন পর্যন্ত বিস্তৃত হয়, এ সময়ে বিভিন্ন অঞ্চলে কুরআনের চর্চা বেড়ে যাওয়ায় বিপুল পরিমান কুরআন মুদ্রনের প্রয়োজন পড়ে, এ বিষয়ে সেই সময়ের শ্রেষ্ঠ মুদ্রন বিশারদরা টেকনোলোজির আর উন্নতি সাধন করেন, সেই সাথে অলঙ্করণেও মাধুর্যতা আসে। ডিজাইনে মুসলিম রীতির সুস্পষ্ট বৈশিশট প্রকাশ পায়।

 
চিত্রঃ ৯ কুরআন

What is UI Design?

Despite it being Associate in Nursing older and additional practiced field, the question of “What is programdesign?” is tough to answer by its travel sort of misinterpretations. whereas User expertise may be aconglomeration of tasks centered on optimisation of a product for effective and pleasurable use; program style is its compliment, the design and feel, the presentation and interactivity of a product. however like wifeit's simplyand infrequently confused by the industries that use UI Designers. To the extent that totally different job posts canusually visit the profession as utterly various things.

If you inspect job posts for program styleyou'll principally realize interpretations of the profession that arequivalent to graphic stylegenerally extending conjointly to stigmatisation style, and even side development.

If you inspect skilled definitions of program styleyou'll principally realize descriptions that ar partially a twin ofUser expertise style. Even concerning constant structural techniques.

So that one is right? The unhappy answer is: Neither

But each ar advance some ways that. Like User expertise styleprogram style may be a multi-faceted anddifficult role. it's to blame for the transference of a product’s development, research, content and layout into a sexy, guiding and responsive expertise for users. it's conjointly a field that not like wifemay be a strictly digital profession as per its lexicon definition:
the suggests that by that the user and a automatic data processing system actabove all the employment of input devices and software system.

we tend to justify in abundant bigger detail what the definition and role of UI style is, yet as teach you the abilitiesneeded to become a UI designer within the Career factory UI style Course. This includes its relationship to whole, graphic/visual, and front-end styleno matter whether or not you decide on wife style or UI style, it’s vital to grasp however the opposite one works and, crucially, a way to work with them.