প্রতি ৬০ সেকেন্ডে যা ঘটে ইন্টারনেট দুনিয়ায় !

ইন্টারনেটে প্রতি ৬০ সেকেন্ডে কী ঘটে আপনি জানেন? প্রতি মিনিটের এসব খবর জানলে আপনি অবাক হবেন বটে! ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোতে প্রতি মিনিটে যেসব ঘটে সেগুলো হলো-

ফেসবুক
ফেসবুকে প্রতি মিনিটে ৭ লাখ ১৩ হাজারের ওপর লগ-ইন হয়।

হোয়াটসঅ্যাপ
ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপে প্রতি ৬০ সেকেন্ডে ২০ দশমিক ৮ মিলিয়ন মেসেজ আদান-প্রদান হয়।

গুগল সার্চ
পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল সার্চ। এতে প্রতি ৬০ সেকেন্ড মানে হলো ২ দশমিক ৪ মিলিয়ন সার্চ।

টিন্ডার
এটা একটা ডেটিং ওয়েবসাইট। প্রতি মিনিটে এটা ৯৭২ জন ব্যবহারকারী পায়।

ইউটিউব
ইউটিউবে ব্যবহারকারীরা প্রতি মিনিটে ২ দশমিক ৭৮ মিলিয়ন বার ভিডিও দেখে থাকে।

ই-মেইল
প্রতি ৬০ সেকেন্ডে ১৫০ মিলিয়ন ই-মেইল আদান-প্রদান করা হয়।

স্ন্যাপচ্যাট
স্ন্যাপচ্যাটে প্রতি ৬০ সেকেন্ডে ৫ লাখ ২৭ হাজার ৭৬০টি ছবি শেয়ার করা হয়।

অ্যাপ স্টোর
প্রতি মিনিটে অ্যাপল অ্যাপ স্টোর থেকে ৫১ হাজার অ্যাপ ডাউনলোড করা হয়।

অ্যামাজন
অ্যামাজনে প্রতি মিনিটে ২ লাখ ৩৫ হাজার ৯৬ ডলার মূল্যের বিক্রয় সম্পন্ন হয়।

লিঙ্কড-ইন
চাকরির জন্য বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট লিঙ্কড-ইন। এতে প্রতি ৬০ সেকেন্ডে ১২০টির ওপরে নতুন অ্যাকাউন্ট খোলা হয়।

টুইটার
মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রতি মিনিটে ৩ লাখ ৪৭ হাজার ২২২টি টুইট করা হয়।

ইনস্টাগ্রাম
ফটোভিত্তিক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ইনস্টাগ্রাম। এতে প্রতি ৬০ সেকেন্ডে ৩৪ হাজার ১৯৪টি নতুন পোস্ট দেওয়া হয়।

স্পটিফাই

স্পটিফাই হলো একটি মিউজিক স্ট্রিমিং ওয়েবসাইট। এতে প্রতি মিনিটে যে পরিমাণ মিউজিক স্ট্রিমিং করা হয় তা ৩৮ হাজার ৫২ ঘণ্টার সমান।

No comments:

Post a Comment