মোহাম্মদ আলীর সংক্ষিপ্ত জীবনী


জন্ম : ১৯৪২ সালের ১৭ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইভিলে খ্রিস্ট্রান পরিবারে।
পারিবারিক নাম : ক্যাসিয়াস মার্সেলাস ক্লে।
জাতীয়তা : মার্কিন।
ধর্ম : ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ধর্মান্তরিত নাম : মোহাম্মদ আলী।
উচ্চতা: ৬ ফুট ৩ ইঞ্চি।
বক্সিং রেকর্ড :  মোট ৬১টি লড়াইয়ের মধ্যে ৫৬টিতেই জিতেছেন। এর মধ্যে ৩৭টি লড়াইয়ে জিতেছেন প্রতিপক্ষকে নকআউট করে। হেরেছেন মাত্র ৫ বার।
শিরোপা : ৩ বার হেভিওয়েট চ্যাম্পিয়ন শিরোপা জয়কারী বক্সিং ইতিহাসের একমাত্র খেলোয়ার। ১৯৬০ সালে রোম অলিম্পিকের লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী।
উপাধী : সর্বকালের সেরা বক্সার, কিং অব বক্সিং, দ্য গ্রেটেস্ট, ফাইটার অব দ্য ইয়ার, স্পোর্টসম্যান অব দ্য ইয়ার, স্পোর্টসম্যান অব দ্য সেঞ্চুরি, স্পোর্টস পারসোনালিটি অব দ্য সেঞ্চুরি।
স্ত্রী ও সন্তান : ৪ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মোহাম্মদ আলী ৭ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। বর্তমান স্ত্রীর নাম লোনি আলী।
প্রস্থান : ০৪ জুন ২০১৬

No comments:

Post a Comment